ETV Bharat / entertainment

Uorfi Javed: কসমেটিক সার্জারি করতে গিয়ে এই হাল ! অনুশোচনায় ভুগছেন উরফি

author img

By

Published : Jul 18, 2023, 12:44 PM IST

ডার্ক সার্কেল থেকে রেহাই পেতে কসমেটিক সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছিলেন উরফি জাভেদ ৷ তবে তাঁর সেই সিদ্ধান্তের জন্যই তিনি এ বার প্রবল অনুশোচনায় ভুগছেন ৷ নিজের নো ফিল্টার ছবি শেয়ার করে তিনি কী জানিয়েছেন, দেখে নিন ৷

Uorfi Javed
Uorfi Javed

হায়দরাবাদ, 18 জুলাই: কসমেটিক সার্জারি করে বেজায় ফাঁপড়ে পড়েছেন উরফি জাভেদ ৷ সম্প্রতি তাঁর চোখের নীচে ফিলার করেছেন তিনি, তবে তাতে মারাত্মক ভুল হয়ে গিয়েছে। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই সার্জারি করে অনুতাপ প্রকাশ করেছেন ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা ঘটনা প্রকাশ করেন তিনি । সার্জির পর তাঁর কী অবস্থা, তা নিজের মেকআপ-বিহীন নো ফিল্টার ছবি শেয়ার করে বোঝানোর চেষ্টা করেছেন তিনি ৷ আন্ডার-আই ট্রিটমেন্টের সেই ছবি দেখে একেবারে অচেনা দেখাচ্ছে উরফিকে ৷

তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উরফি লিখেছেন, "আমার ডার্ক সার্কেলগুলির আমায় খুবই উত্তক্ত্য করত ৷ আমি চোখের নীচে ফিলার দিয়েছিলাম এবং এখন আমার মুখের এই অবস্থা !! চোখের নীচের দিকগুলো অসমান এবং অদ্ভুত !! মেকআপ করেও চোখের নীচে এই অদ্ভুত অংশ লুকিয়ে রাখতে পারব না!! আমি কেন নিজেকে এমন করলাম ?"

এ ছাড়াও অভিনেত্রী আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন যে, তিনি তাঁর ঠোঁটের ফিলারটি সরিয়ে দিয়েছেন । মুখের আদল একটু অন্যরকম করতে ঠোঁটের ফিলারও করিয়েছিলেন উরফি ।

আরও পড়ুন: পর্নসাইটে রয়েছে ছবি, বাবার কাছেও নির্যাতনের শিকার ! কালো অতীত নিয়ে সরব উরফি

প্রথমে এই দুটি স্টোরি ইনস্টাগ্রামে পোস্ট করলেও অভিনেত্রী পরে তাঁর উভয় ইনস্টাগ্রাম স্টোরিই মুছে ফেলেন এবং একটি নতুন স্টোরি প্রকাশ করেন ৷ সেখানে তিনি বলেন যে, তিনি নিজের চেহারার খামতি নিয়ে কতটা সচেতন ছিলেন ৷ নিজের ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে চেয়েছিলেন তিনি ৷ তবে তাঁর চোখের নিচে ও ঠোঁটে ফিলার করার সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুশোচনা করেন অভিনেত্রী ৷

Uorfi Javed
উরফির ইনস্টা স্টোরি

তিনি লিখেছেন, "আমি সবসময়ই আমার চোখের নীচের ডার্ক সার্কেলের ব্যাপারে আত্মসচেতন ছিলাম; আমি ছোটবেলা থেকেই এগুলি পেয়েছি । তাই আমার চোখের ফিলার করাই এবং এখন আমার মুখ এমন দেখাচ্ছে...আশা করছি খুব শীঘ্রই এর সমাধান হবে ! এবং হ্যাঁ, মেকআপ ছাড়া এভাবেই আমি সামনে এসেছি ৷ এটাই সব ! আমি মেকআপ ছাড়া নিজের ছবি সাধারণত তুলতে চাই না ৷"

উদ্ভট পোশাক পরার জন্য পরিচিত উরফি জাভেদ ৷ বিগ বস ওটিটি এবং এমটিভি স্প্লিটসভিলাএক্স ফোর-এর মতো টেলিভিশন রিয়েলিটি শোতে তাঁর উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলার জন্য মডেলিংয়ের পরে তিনি এই বছরের শুরুতে সুপরিচিত হয়ে ওঠেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.