ETV Bharat / entertainment

The Vaccine War: কঙ্গনার 'চন্দ্রমুখী 2' আর পুলকিত গ্যাংয়ের 'ফুকরে 3'-এর দাপটে প্রথম দিনে পিছিয়ে বিবেকের ছবি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 3:19 PM IST

The Vaccine War box office collection: বক্স অফিসে কিছুুটা পিছিয়ে থেকেই শুরু করল বিবেকের নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ 'চন্দ্রমুখী 2' আর 'ফুকরে 3' ছবির চাপে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালকের এই ছবি নজর কাড়তে ব্যর্থ হল ৷

The Vaccine War
প্রথম দিনে বক্স অফিসে পিছিয়ে বিবেকের ছবি

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: একসময় বক্স অফিসে সংঞ্জা বদলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ প্রচণ্ড বিতর্কের মাঝেই রমরমিয়ে বক্স অফিসে একের পর এক মাইলফলক তৈরি করেছিল 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ কিন্তু পরের ছবিতেই সেই সাফল্য ধরে রাখা কঠিন হতে চলেছে পরিচালকের জন্য ৷ পুলকিত সম্রাটের 'ফুকরে 3' আর কঙ্গনা রানওয়াতের 'চন্দ্রমুখী 2' ছবির চাপে প্রথম দিনে একেবারেই ভালো ব্যবসা করতে পারল না বিবেকের 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷

স্যাকনিল্কের দেওয়া ডেটা বলছে প্রথম দিনে এই ছবির আয় দাঁড়িয়েছে মাত্র 1.3 কোটি টাকা ৷ যদিও ছবির বাজেট একেবারেই কম ৷ তাই হয়তোবা বক্স অফিসে বাজেটের টাকা ঘরে তুলে নিতে ততখানি চাপে পড়তে হবে না বিবেককে ৷ জানা গিয়েছে নানা পাটেকর, রাইমা সেন, অনুপম খের, পল্লবী যোশির মতো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মাত্র 10 কোটি টাকায় এই ছবি বানিয়েছেন পরিচালক ৷ তাই সেই অর্থে দেখতে হলে প্রথম দিনের এই আয় খুব খারাপ নয় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'চন্দ্রমুখী 2' ছবি বৃহস্পতিবার আয় করেছে 7.5 কোটি টাকা ৷ পি বাসুর এই ছবিতে কঙ্গনাকে দেখা গিয়েছে অন্য অবতারে ৷ তিনি এখানে তলোয়ার হাতে তুলে নিয়েছেন ৷ তাঁকে দেখা গিয়েছে ভারতনাট্যমের ছন্দে নেচে উঠতেও ৷ অন্যদিকে 'ফুকরে 3' ছবিটিও প্রথম দিনে বেশ প্রভাব ফেলেছে ৷ আদ্যপান্ত হাসির এই ছবি মন কেড়েছে দর্শকের ৷ যার জেরে 8.5 কোটি টাকা ইতিমধ্য়েই ঘরে তুলে ফেলেছে এই ছবিটিও ৷

আরও পড়ুন: 'দাদার কীর্তি' থেকে 'ভালোবাসা ভালোবাসা' জন্মদিনে ফিরে দেখা বাংলা সিনেমার তাপস যুগ

তবে একটা কথা স্বীকার করতেই হবে 'দ্য ভ্য়াকসিন ওয়ার' প্রথম দিনে একেবারেই দর্শককে আকর্ষণ করতে পারেনি ৷ যার জেরে হল অকুপেন্সি ছিল মাত্র 10 শতাংশের কিছু বেশি ৷ অন্যদিকে 'চন্দ্রমুখী 2' ও 'ফুকরে 3'-এর ক্ষেত্রে হল অকুপেন্সি ছিল 50 শতাংশের কাছাকাছি ৷ এমনটাই দাবি করা হয়েছে স্যাকনিল্কের রিপোর্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.