ETV Bharat / entertainment

Deepika at Oscar: 'নাতু নাতু' অস্কার জিততেই চোখে জল দীপিকার, ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Mar 13, 2023, 5:07 PM IST

Updated : Mar 13, 2023, 6:16 PM IST

তৃতীয় ভারতীয় হিসেবে অস্কারের মঞ্চে উপস্থাপনার দায়িত্ব পালন করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ৷ তবে নাতু নাতু-র অস্কারজয়ে আবেগ বাঁধ মানেনি অভিনেত্রীর ৷ ডলবি থিয়েটারে দীপিকার কান্নার ছবি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷

Deepika at Oscar
নাতু নাতু অস্কার জিততেই চোখে জল দীপিকার

লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার ৷ আর সেই জয় চোখে জল এনে দিল অনুষ্ঠানের সঞ্চালিকা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) ৷ অস্কারের (Oscar 2023) মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে নাতু নাতু-র নাম ঘোষণা মাত্র একদিকে যখন উচ্ছ্বাসে ফেটে পড়ে আরআরআর টিম, তখন দর্শকাসনে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Teary Deepika Padukones image at Oscar Goes Viral) ৷ অজান্তেই চোখের কোণটা চিকচিক করে ওঠে অভিনেত্রীর ৷ একজন ভারতীয় হিসাবে বিশ্বমঞ্চে এই সম্মান যে কোনও কাউকে আবেগতাড়িত করবে ৷ দীপিকাও তার ব্যতিক্রম নন, ফলত চোখে জল আসাটা স্বাভাবিক ৷ দীপিকার দুর্বল সেই মুহূর্তের ছোট্ট ক্লিপিংস স্বভাবতই দাগ কেটেছে ফ্যানেদের মনে ৷

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, 'নাতু নাতু' গানের জন্য যখন এমএম কীরাবাণী ও চন্দ্র বোস হাতে গোল্ডেন লেডি-কে নিয়ে যখন কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তখন সেই কথা শুনে নিজের আবেগকে চেপে রাখতে পারেননি 'পাঠান গার্ল' ৷ চোখের কোণে জল এলেও স্মিত হাসি দিয়ে সেই মুহূর্তে নিজেকে সামলে নেন দীপিকা ৷ বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জয় যে কতটা গর্বের, তা প্রমাণ করে দীপিকার এই ভিডিয়ো ৷ প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে উপস্থাপক হিসাবে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তাক লাগিয়েছেন বলিউড ডিভা দীপিকা ৷ লুইস ভিতোঁর ডিজাইনার কালো পোষাকে মোহময়ী দীপিকাকে দেখে এমনিতেই মুগ্ধ ছিল দেশবাসী ৷ অস্কার গালার মঞ্চে দীপিকার চোখে জলও আবেগতাড়িত করেছে তাঁর অনুরাগী তথা দেশবাসীকে ৷

আরও পড়ুন: নয়া ট্যাটুতে অস্কার অনুষ্ঠানে মোহময়ী দীপিকা

উল্লেখ্য, সেরা গান হিসাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জয়ের পর পরিচালক এসএস রাজামৌলি ও টিম আরআরআর এতদিন প্রতীক্ষায় ছিলেন অস্কারের চূড়ান্ত ফলাফলের জন্য ৷ সোমবার সকালে সেই ফলাফল বেরোতেই উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ভারতীয় সিনেপ্রেমীরা ৷ অস্কারের দৌড়ে সবাইকে পিছনে ফেলে ভারতীয় ছবি হিসেবে প্রথমবার সেরা মৌলিক গানের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে 'নাতু নাতু' ৷ বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার এই জয়যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ভারতীয় চলচ্চিত্রে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ৷

Last Updated : Mar 13, 2023, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.