ETV Bharat / entertainment

Sushmita Suffered Heart Attack: হার্ট অ্যাটাক সুস্মিতা সেনের, অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে বসল স্টেন্ট

author img

By

Published : Mar 2, 2023, 5:27 PM IST

দিনকয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সুস্মিতা সেন (Sushmita Suffered Heart Attack)৷ অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে ৷

Sushmita Sen ETV Bharat
সুস্মিতা সেন

মুম্বই, 2 মার্চ: হৃদরোগে আক্রান্ত হলেন সুস্মিতা সেন (Sushmita Suffered Heart Attack)৷ তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে ৷ নিজেই এই খবর জানিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷

স্টেন্ট বসল সুস্মিতার: বলিউডের ডিভা সুস্মিতা সেন বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই খবর শেয়ার করেন তাঁর ভক্তদের সঙ্গে ৷ তিনি জানিয়েছেন যে, দিনকয়েক আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ অস্ত্রোপচার করে কার্ডিয়োলজিস্ট তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসিয়েছেন বলে জানান আর্যার অভিনেত্রী ৷

হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বিশ্বসুন্দরী: 47 বছরের অভিনেত্রী লিখেছেন, "'তোমার হার্টকে খুশি এবং সাহসী রাখো ৷ যখন তোমার এটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই এটি তোমার পাশে দাঁড়াবে সোনা ৷' (আমার বাবা সুবীর সেনের বিচক্ষণ কথা)। কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল... অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে... স্টেন্ট বসানো হয়েছে... এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কার্ডিয়োলজিস্ট আবারও নিশ্চিত করেছেন যে 'আমার একটা বড় হৃদয় আছে'৷"

সহায়তার জন্য ধন্যবাদ জানালেন: প্রাক্তন মিস ইউনিভার্স বলেন যে, অনেকেই কঠিন সময়ে সময়োপযোগী সহায়তা এবং গঠনমূলক পদক্ষেপ করেছেন ৷ এ জন্য তাঁদের ধন্যবাদ জানান অভিনেত্রী ৷ এই নিয়ে অপর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আরও সবিস্তারে তিনি জানাবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: গৌরি সাওয়ান্তের চরিত্রে ওটিটি-তে প্রত্যাবর্তন, ফার্স্ট লুকে চমকে দিলেন সুস্মিতা

'সব ঠিক আছে', আশ্বস্ত করলেন সুস্মিতা: বৃহস্পতিবারের পোস্টটি শুধুমাত্র তাঁর শুভাকাঙ্ক্ষীদের জানানোর জন্য তিনি করেছেন বলে জানান সুস্মিতা সেন ৷ তিনি তাঁর অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, বর্তমানে সবকিছু ঠিক আছে ৷ তাঁর কথায়, "আবারও কিছু জীবনের জন্য আমি প্রস্তুত !" তাঁর এই পোস্টে ফের তাঁর ভক্তদের ভালোবাসা জানিয়েছেন সুস্মিতা ৷

আর্যা 3-এর শুটিং চলছে: ডিজনি + হটস্টারের সিরিজ "আর্যা"-র তৃতীয় সিজনের শুটিং চলছে সুস্মিতা সেন । এই সিরিজে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ 2014 সালে তাঁর শরীরে অ্যাডিসন ডিজিজ নামে অটোইমিউন অবস্থা ধরা পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.