ETV Bharat / entertainment

Surinder Films Adda Times Merger: পাকাপাকিভাবে আড্ডা টাইমস অধিগ্রহণ করল সুরিন্দার ফিল্মস

author img

By

Published : Mar 21, 2023, 7:47 PM IST

2020 তে সৃজিৎ মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'ফেলুদা ফেরত' ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-কে পৌঁছে দেয় সাধারণ মানুষের আরও কাছে ৷ নতুন ফেলুদা রূপে টোটা রায়চৌধুরি (Tota Roy Chowdhury) দর্শকাসনে পাকাপাকি জায়গা তৈরি করে নেয় ৷ অন্যতম প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস অধিগ্রহণ করতে চলেছে আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্ম ৷

Etv Bharat
আড্ডা টাইমস অধিগ্রহণে সুরিন্দর ফিল্মস

কলকাতা, 20 মার্চ: লকডাউনের সময় বিনোদনের নতুন মাধ্যম হিসাবে উঠে এসেছিল বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) ৷ দর্শকদের মনোরঞ্জনের জন্য নতুন ওয়েব সিরিজ বা সিনেমা উপহার দিতে বাংলায় প্রথম ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে উঠে এসেছিল আড্ডা টাইমস (Addatimes) ৷ 2020 সৃজিৎ মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'ফেলুদা ফেরত' (Feluda Pherot) আড্ডা টাইমস-কে পৌঁছে দেয় সাধারণ মানুষের আরও কাছে ৷ নতুন 'ফেলুদা' রূপে টোটা রায়চৌধুরি (Tota Roy Chowdhury) দর্শকাসনে পাকাপাকি জায়গা তৈরি করে নেয় ৷ সেই ওটিটি প্ল্যাটফর্মের এবার পুরোপুরি বদলে যাচ্ছে মালিকানা ৷ অন্যতম প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মস অধিগ্রহণ করতে চলেছে আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্ম ৷

সোশাল মাধ্যমে একটু নজর দিলেই দেখা গিয়েছে, এই প্ল্যাটফর্মে ছবি বা ওয়েব সিরিজের মুক্তির সংখ্যা খুবই সীমিত ৷ বাংলার আর পাঁচটা ওটিটি প্ল্যাটফর্ম যেভাবে দর্শক দরবারে জনপ্রিয়তা পেয়েছে, সেই তুলনায় এই ওটিটি প্ল্যাটফর্ম পিছিয়ে অনেকটাই ৷ বাংলা বিনোদনের অন্যতম মাধ্যম হিসাবে আড্ডা টাইমস ধুঁকছিল বলেই কী মালিকানা বদল ? প্রশ্ন উঠছে ৷

সুরিন্দার ফিল্মসের ডিরেক্টর নিসপাল সিং রানে জানিয়েছেন, "বাংলা ও বাংলার বাইরে ওটিটি প্ল্যাটফর্মগুলি যেভাবে বিনোদনের জগতে জায়গা করে নিয়েছে, আমাদের মনে হয়েছে এটা সঠিক সময়, এই মাধ্যমে ইনভেস্ট করা ৷ বেশ কিছু নতুন বাংলা ছবি ও ওয়েব সিরিজ খুব শীঘ্রই মুক্তি পাবে এই প্ল্যাটফর্মে ৷"

আরও পড়ুন: ঈদে আসছে জিতের 'চেঙ্গিজ', প্রথম বাংলা ছবি হিসেবে মুক্তি পাচ্ছে হিন্দিতেও

উল্লেখ্য, 14 এপ্রিল অর্থাৎ বাংলার নববর্ষের সন্ধিক্ষণে এই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে নতুন ওয়েব সিরিজ 'অমৃতের সন্ধানে- দ্য বেনারস চ্যাপ্টার' ৷ পবিত্র শহর বারাণসীর অজানা পৌরাণিক কাহিনী তুলে ধরা হবে সিরিজের আটটি পর্বে ৷ সিরিজে মুখ্যচরিত্রে দেখা যাবে চন্দন রায় স্যান্যাল, সৌরসেনী মৈত্র, ও দেবাশিস মণ্ডলকে ৷ সিরিজটি পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত ৷ পাশাপাশি জয় সেনগুপ্ত, মীর আফসর আলি, রুদ্রনীল ঘোষ অভিনীত 'জেন্টলম্যান' সিরিজও রয়েছে এই তালিকায় ৷

এছাড়াও, ডিজিটালি প্রিমিয়ার হবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত 'কাবেরি অন্তর্ধান রহস্য'-এর ৷ তালিকায় রয়েছে 'মিতিন মাসি', 'সাগরদ্বীপে যকের ধন' ৷ নতুন ছবি 'লভ ম্যারেজ', 'ভূতপরি', 'তারকার মৃত্যু', 'টেনিদা'-র মতো বাংলা ছবিও স্ট্রিমিং হবে এই প্ল্যাটফর্মেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.