ETV Bharat / entertainment

Suniel Shetty: বয়কট বলিউড ট্রেন্ড রুখতে মোদি-যোগীর শরণাপন্ন সুনীল শেট্টি

author img

By

Published : Jan 6, 2023, 11:23 AM IST

Updated : Jan 6, 2023, 3:05 PM IST

বয়কট বলিউড ট্রেন্ড রুখতে এবার যোগী-মোদির শরণাপন্ন হলেন অভিনেতা সুনীল শেট্টি ৷ যোগী আদিত্যনাথকে এই বিষয়ে নেতৃত্ব দিতে অনুরোধ করেন তিনি(Suniel Shetty on Boycott Bollywood trend ) ৷
Etv Bharat
বয়কট বলিউড ট্রেন্ড রুখতে মোদি-যোগীর শরণাপন্ন সুনীল শেট্টি

মুম্বই, 6 জানুয়ারি: বয়কট বলিউড ট্রেন্ড বন্ধ করতে উদ্যোগ নিলেন অভিনেতা সুনীল শেঠি । এ নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথের কাছে অনুরোধ করেছেন তাঁরা যেন এই বিষয়টির উপর নজর দেন ৷ আদিত্যনাথ সম্প্রতি দু'দিনের মুম্বই সফরে এসে চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন ৷ সুভাষ ঘাই, জ্যাকি শ্রফ, রাজকুমার সন্তোষী, মনমোহন শেঠি এবং বনি কাপুরের মতো একাধিক ব্যক্তির সঙ্গে এদিন বৈঠক করেন (Yogi Adityanath meets Bollywood celebrities)৷ যদিও বৈঠকের মূল বিষয় ছিল নয়ডা ফিল্ম সিটিতে শুটিং এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করা ৷ কিন্তু সুনীল এই সুযোগে বয়কট বলিউড ট্রেন্ডের বিষয়টিও সামনে আনেন (Suniel Shetty meets Yogi Adityanath)৷

তিনি বলেন, " আমি বয়কট বলিউড নিয়ে কথা বলেছি। তাঁকে অনুরোধ করেছি তিনি যদি এই নিয়ে উদ্যোগ নেন তাহলে এটি বন্ধ হয়ে যেতে পারে। আমরা যথেষ্ট ভালো কাজ করছি"৷ শুধু তাই নয় তিনি অনুরোধ জানিয়েছেন, যোগী আদিত্য়নাথ যেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলোচনা করেন ৷ তিনি বলেন, "এই আচরণ দেখে আমার কষ্ট হয় ৷ দেশের 99 শতাংশ মানুষ ভালো ৷ তাই যোগীজি দয়া করে নেতৃত্ব দিন এবং এই কলঙ্কিত অধ্যায়টি মুছে ফেলতে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন(Suniel Shetty on Boycott Bollywood trend ) ৷"

আরও পড়ুন: আবার রহস্যময় পোস্ট! হাসপাতালে ঋষভকে দেখতে গেলেন ঊর্বশী?

শুধু তাই নয় অভিনেতা এও জানান, চলচ্চিত্র এমন একটি মাধ্য়ম যা ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করে ৷ তাই যদি এই বয়কট ট্রেন্ড বন্ধ না হয় তবে বড় ধরনের বিপদ হতে চলেছে ৷ প্রসঙ্গত 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষনের যে অভিযোগ ওঠে বলিউডের বিরুদ্ধে সেখান থেকেই এই বয়কট প্রবণতা শুরু হয় ৷

এখন প্রায় সমস্ত ছবিই এই ট্রেন্ডের শিকার হচ্ছে ৷ আমির খানের 'লাল সিং চাড্ডা', বিজয় দেবেরকোন্ডার 'লাইগার', অয়ন মুখোপাধ্যায়ের বিগ বাজেট ফ্যান্টাসি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা' থেকে শুরু করে সম্প্রতি শাহরুখের 'পাঠান' এই বয়কট স্লোগানের হাত থেকে মুক্তি পায়নি কোনও ছবিই ৷

Last Updated :Jan 6, 2023, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.