ETV Bharat / entertainment

Biopic of Mrinal Sen: সত্যজিৎ-ঋত্বিকের পর এবার পর্দায় মৃণালের জীবন, জুটি বাঁধছেন সৃজিত-চঞ্চল

author img

By

Published : Dec 30, 2022, 10:33 AM IST

Updated : Dec 30, 2022, 12:01 PM IST

Biopic of Mrinal Sen
সত্যজিৎ-ঋত্ত্বিকের পর এবার পর্দায় মৃণালের গল্প, জুটি বাঁধছেন সৃজিত-চঞ্চল

সৃজিতের পরিচালনায় আসছে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক(Biopic of Mrinal Sen) ৷ মুখ্য চরিত্রে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ৷

কলকাতা, 30 ডিসেম্বর: আসছে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক(Biopic of Mrinal Sen) ৷ আর এই বর্ণময় জীবন কাহিনি পর্দায় আনবেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ৷ মৃণালের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে ৷ ছবির নাম 'পদাতিক' ৷ শুক্রবার নিজেই টুইট করে জানালেন এই খবর(Srijit in making the Biopic of Mrinal Sen with Chanchal) ৷ সামনে আনলেন ছবির প্রথম পোস্টারও ৷ নিজের সিদ্ধান্ত ঘোষণার জন্য শুক্রবারকেই বেছে নেওয়ার একটি বিশেষ কারণ আছে । 2018 সালের এই 30 ডিসেম্বরই প্রয়াত হন বিশ্ববরেণ্য পরিচালক । তাই তাঁর বায়োপিক তৈরির ঘোষণা এই বিশেষ দিনেই করলেন সৃজিত ।
বেশ কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় চঞ্চল চৌধুরীর প্রশংসা করেছিলেন সৃজিত ৷ 'কারাগার' দেখে ওপার বাংলার অভিনেতাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ তিনি জানিয়েছিলেন চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) চোখ দু'টি অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষণ করা উচিত ৷ আর এবার তাঁকে নিয়েই নিজের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন পরিচালক ৷

বায়োপিক অবশ্য় এই প্রথম বানাচ্ছেন না পরিচালক ৷ এর আগে তাঁর হাত ধরেই 'সাবাশ মিঠু'-র মতো ছবি উপহার পেয়েছে সিনে অনুরাগীরা ৷ এবার আবারও তাঁর হাত ধরে আসতে চলেছে আর একটি জীবন নাট্য ৷ ছবিতে মনামী ঘোষ এবং সম্রাট চক্রবর্তীও থাকতে পারেন বলে খবর ৷ কিংবদন্তি মৃণাল সেনের জীবন তো বটেই পরিচালনার জগতের উপরেও বেশ জোর দিতে চান সৃজিত ৷ অন্তত এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রে ৷

আরও পড়ুন: সহকর্মীরা শাসকের রোষে, প্রতিবাদে সরব অনির্বাণ বললেন 'রবীন্দ্র সদনে এসে মেরে যান'

সৃজিতের হাত ধরে এর আগে একাধিক দারুণ ছবি উপহার পেয়েছে বাঙালি সিনে অনুরাগীরা ৷ অন্যদিকে চঞ্চল চৌধুরীর অভিনয় সেই 'জাপান ডাক্তার' চরিত্র থেকেই জনপ্রিয় ৷ ওটিটি-তে তিনি কাজ করেছেন 'তকদির'-এর মতো জনপ্রিয় কাহিনিতেও ৷ সম্প্রতি তাঁর ছবি 'হাওয়া' দেখানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ৷ তাই দু'জনের ওপরেই অনেকটা আশা থাকবে সিনেপ্রেমী বাঙালির ৷ মানতেই হবে সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল বাঙালির আবেগের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ৷ তাই মৃণালের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয় মোটেই ৷

Last Updated :Dec 30, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.