ETV Bharat / entertainment

Sohom Hilsha Prawn Festival বাঙাল ঘটি মিলিয়ে দিলেন সোহম, পথশিশুদের নিয়ে ইলিশ চিংড়ি উৎসব বিধায়কের

author img

By

Published : Aug 15, 2022, 11:21 AM IST

Updated : Aug 15, 2022, 12:28 PM IST

Sohom Hilsha Prawn Festival
বাঙাল ঘটি মিলিয়ে দিলেন সোহম, পথশিশুদের নিয়ে ইলিশ চিংড়ি উৎসব বিধায়কের

বাঙালির কাছে বৃষ্টি মানেই হল ইলিশের উৎসব ৷ এবার এহেন উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীও । সোহম চক্রবর্তীর উদ্যোগে হাসিখুশি ক্লাবের সহযোগিতায় এবং টিম চার্ণক্যর ব্যবস্থাপনায় বরাহনগর টবিনরোডের হাসিখুশি ক্লাবে 301 জন পথশিশু, দৃষ্টিহীন ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ইলিশ ও চিংড়ির বিভিন্ন রকমের পদ সহযোগে মধ্যাহ্ন ভোজন করানো হয় এদিন (Sohom Chakraborty Organizes Hilsha Prawn Festival)।

কলকাতা, 15 অগস্ট: নিম্নচাপের ভ্রূকুটিতে বৃ্ষ্টির পূর্বাভাস প্রতিদিনই । বিক্ষিপ্ত বৃষ্টি ভুগিয়েছে রবিবারেও । আর বৃষ্টি মানেই ইলিশ উৎসব । দিকে দিকে এই উৎসবের খবর শোনা যাচ্ছে প্রায়ই । এবার এহেন উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীও(Sohom Chakraborty Organizes Hilsha Prawn Festival) ।

সোহম শুধু বাঙালের ইলিশেই থেমে ছিলেন না, ঘটিদের কথা ভেবে চিংড়িও হাজির করেছিলেন পথশিশু এবং দৃ্ষ্টিহীন, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য । বরাহনগরবাসী সোহমের অধিনায়কত্বে দেখল বাঙাল ঘটির মিলন, দেখল এক অন্য ইলিশ-চিংড়ি উৎসব। সোহম চক্রবর্তীর উদ্যোগে হাসিখুশি ক্লাবের সহযোগিতায় এবং টিম চার্ণক্যর ব্যবস্থাপনায় বরাহনগর টবিনরোডের হাসিখুশি ক্লাবে 301 জন পথশিশু, দৃষ্টিহীন ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ইলিশ ও চিংড়ির বিভিন্ন রকমের পদ সহযোগে মধ্যাহ্ন ভোজন করানো হয় এদিন ।

Sohom Hilsha Prawn Festival
বাঙালির কাছে বৃষ্টি মানেই হল ইলিশ উৎসব

আরও পড়ুন: রাখি ও স্বাধীনতা দিবসের সপ্তাহে ব্যোমকেশ পাড়ি দেবে বিদেশে

কালোজিরে ফোড়ন আর বেগুন দিয়ে তৈরি ইলিশের পাতলা ঝোল, চিংড়ির মখমলিতে এদিন মধ্যাহ্নভোজন সারে অগণিত সামাজিক ও শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষ । ওদের মুখের হাসিতেই খুশি হন সোহম । সোহমের এই কর্মযজ্ঞে সামিল হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এবং তাঁর বিশেষ বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী ।

Last Updated :Aug 15, 2022, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.