ETV Bharat / entertainment

Byomkesh Hotyamancha রাখি ও স্বাধীনতা দিবসের সপ্তাহে ব্যোমকেশ পাড়ি দেবে বিদেশে

author img

By

Published : Aug 14, 2022, 4:34 PM IST

রাখি ও স্বাধীনতা দিবসের সপ্তাহে ব্যোমকেশ হত্যামঞ্চ (Byomkesh Hotyamancha) পাড়ি দেবে বিদেশে ৷ এই সপ্তাহে ছবিটি মুক্তি পাবে HOYTS ক্যারোজেল, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ব্ল্যাক টাউন, নিউ সাউথ ওয়েলস, কানাডা প্রদেশ, আরব, আমেরিকায় ।

Byomkesh Hotyamancha to release in foreign countries this week
রাখি ও স্বাধীনতা দিবসের সপ্তাহে ব্যোমকেশ পাড়ি দেবে বিদেশে

কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতা দিবসের সপ্তাহে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hotyamancha) পাড়ি দেবে বিদেশে । পশ্চিমবঙ্গ ছাড়াও, 'ব্যোমকেশ হত্যমঞ্চ' এই সপ্তাহে মুক্তি পাবে HOYTS ক্যারোজেল, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ব্ল্যাক টাউন, নিউ সাউথ ওয়েলস, কানাডা প্রদেশ, আরব, আমেরিকায় ।

অরিন্দম শীলের 'ব্যোমকেশ হত্যমঞ্চ' আদতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ ব্যোমকেশ বক্সীর গল্প 'বিশু পাল বধ' অবলম্বনে নির্মিত । 1971 সালে বাংলার বুকে ঘটে চলা নকশাল আন্দোলনের চালচিত্র উঠে এসেছে ছবিতে । সেইসময় মঞ্চ নাটক বেশ জনপ্রিয় ছিল । মানুষের ভিড় জমত নাটক দেখতে । আর এই নাটকের মঞ্চেই খুন হয় বিশু পাল । প্রথমবার ব্যোমকেশ বক্সীর চোখের সামনেই ঘটে যায় খুন । এরপর কীভাবে সেই খুনের রহস্য উদঘাটন করে ব্যোমকেশ বক্সী সেটাই দেখার । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করেছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত ।

Byomkesh Hotyamancha to release in foreign countries this week
ব্যোমকেশ হত্যামঞ্চ

দুই নামী প্রযোজনা সংস্থার তরফে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সরকার, সুহোত্র মুখোপাধ্যায়, আনুশা বিশ্বনাথন, পাওলি দাম, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত । অরিন্দম শীল বলেন, “চতুর্থ ব্যোমকেশ নিয়েও আমি আশাবাদী । যাঁরা অভিনয় করেছেন তাঁদের নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই । একটা খুব ভালো টিমের সঙ্গে কাজ করেছি এটুকু বলতে পারি ।"

আরও পড়ুন: রাজনীতিতে এলে দেবকে দেখেই আসবেন সায়ন মুখোপাধ্যায়

প্রতিবারের মতো এ বারও অরিন্দম শীলের ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ । এই প্রথমবার অরিন্দম শীলের ছবিতে অভিনয় করলেন পাওলি দাম । দুজনেই উচ্ছ্বসিত একে-অপরের সঙ্গে কাজ করতে পেরে । পাশাপাশি এ বার বদল ঘটেছে অজিতের । এ বার এই ভূমিকায় দর্শক পেয়েছে সুহোত্র মুখোপাধ্যায়কে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.