ETV Bharat / entertainment

Salman on Upcoming Film: 'ছবি না চললে আমাকেই দোষ দেবে', ট্রেলার লঞ্চে কার দিকে আঙুল তুললেন ভাইজান ?

author img

By

Published : Apr 11, 2023, 11:28 AM IST

নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ট্রেলার লঞ্চে খোশমেজাজে সলমন খান ৷ পরিচালক ফরহাদকে খোঁচা দিতেও ছাড়লেন না ভাইজান ৷

Salman on Kisi Ka Bhai Kisi Ki Jaan
পরিচালক ফরহাদকে খোঁচা সলমনের

মুম্বই, 11 এপ্রিল: আগামী 21 এপ্রিল অর্থাৎ ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর এখন এই ছবি নিয়েই ভাইজানের একটু চিন্তায় থাকাই স্বাভাবিক ৷ ছবি মুক্তির আগে এটি স্বাভাবিক একটি বিষয় তারকাদের জন্য ৷ সাফল্য আসবে কি না ? তা নিয়ে চিন্তা তো থাকেই ৷ তবে বলিউডের প্রিয় ভাইকে সোমবার পাওয়া গেল বেশ খোশমেজাজেই ৷ পরিচালক ফরহাদ সামজি এবং অন্যদের খোঁচা দিতেও এদিন ছাড়লেন না তিনি ৷

এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সলমনের প্রশংসা করে পরিচালক ফরহাদ সামজি বলেন, "সুপারস্টারেরা অনেক লোকের সঙ্গেই কাজ করতে রাজি হয়ে যান ৷ কিন্তু সলমনের সঙ্গে কাজ করতে পারা ভাগ্যের ব্য়াপার ৷" আর এই কথার সূত্র ধরেই সলমন বলেন, "একবার যদি এই ছবিটা না-চলে তাহলে পুরো দোষ আমার ঘাড়ে পড়বে ৷ উনি তখন বলবেন, এই হল সেই লোক যাঁর জন্য় ছবিটা চলেনি ৷ ছবির আসল চিত্রনাট্য তো আজও আমার সঙ্গে আছে ৷"

কেন এমন বললেন সলমন? আসলে এখানে 2014 সালের একটি ঘটনার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ তখন তামিল ছবি 'ভিরাম'-এর রিমেক হিসাবে 'বচ্চন পাণ্ডে' ছবিটি বানানোর কথা ভেবেছিলেন ফরহাদ ৷ কিন্তু পরে তিনি 'বচ্চন পাণ্ডে'-র গল্প বদল করেন ৷ আর তাতে তামিল ছবি 'জিগরঠাণ্ডা'-র গল্প মিশিয়ে দেন ৷ অক্ষয়ের সঙ্গে তৈরি 'বচ্চন পাণ্ডে' ছবিটি বক্স অফিসে তেমন কিছু সাড়া ফেলতে পারেনি ৷ কিন্তু তামিল ছবি 'ভিরাম'-এর রিমেক হিসাবে যে চিত্রনাট্যটি তৈরি করেছিলেন ফরহাদ সেটি বেছে নেন সলমন ৷

সেই গল্পের কথাই উল্লেখ করলেন সলমন ৷ প্রসঙ্গত, সোমবার যে ট্রেলার মুক্তি পেয়েছে তাতে ভাইজানকে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন মুডে ৷ পূজা হেগড়ের সঙ্গে তাঁর প্রেমও বেশ নজর কেড়েছে সকলের ৷ ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ভেঙ্কটেশ দুগ্গাবতি, রাঘব জুয়েল, শেহনাজ গিল, পলক তিওয়ারি-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: নিজেকে ভালোবাসাই 'ভালো' থাকার জিয়নকাঠি, সামান্থার উত্তরে আবেগতাড়িত অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.