ETV Bharat / entertainment

Dono Premier: দোনো ছবির প্রিমিয়ারে চাঁদের হাট, 3 স্টার কিডকে শুভেচ্ছা সলমনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 1:26 PM IST

বলিউডে এক নতুন প্রজন্ম পথ চলা শুরু করল ৷ অবনীশ, রাজবীর ও পালোমাকে শুভেচ্ছা জানান সলমন খান ৷ সূরজ বরজাতিয়া ছেলে অবনীশের পরিচালনায় সানি-পুত্র রাজবীর ও পুনম ধিলনের মেয়ে পালোমার নতুন ছবি 'দোনো' মুক্তি পেল সিনেপর্দায় ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 6 অক্টোবর: মুক্তি পেল সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল ও পুনম ধিলনের মেয়ে পালোমার প্রথম ছবি 'দোনো' ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে ছিল ছবির গ্র্যান্ড প্রিমিয়ার ৷ ছবি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক সূরজ বারজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়া ৷ সব মিলিয়ে বলিউডে এক নতুন প্রজন্ম পথ চলা শুরু করল ৷ সেই জার্নিতে সাক্ষী থাকলেন সলমন খানও ৷

এ দিন সোশাল মিডিয়ায় ভাইজান প্রিমিয়ারের বেশ কিছু ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ শুভেচ্ছা ও অভিনন্দন জানান, অবনীশ, রাজবীর ও পালোমাকে ৷ ছবি ও ভিডিয়ো শেয়ার করে সলমন ক্যাপশনে লিখেছেন, "আশা করব দোনো ছবিটি রাজবীর, পালোমা ও অবনীশ এই তিনজনের কাছে ততটাই ফলপ্রুসু হবে, যতটা আমাদের তিনজন সূরজ, ভাগ্যশ্রী ও আমার ক্ষেত্রে হয়েছিল ৷"

ছবিতে সলমন খানের সঙ্গে দেখা গিয়েছে পরিচালক সূরজ বরজাতিয়া, অবনীশ বরজাতিয়া, সানি দেওল, রাজবীর দেওল, পুনম ধিলন ও পালোমা ধিলনকে ৷ অন্যদিকে, ভিডিয়োতে ভাইজানকে দেখা গিয়েছে পরিচালক তথা পুরনো বন্ধু সূরজের সঙ্গে আড্ডা দিতে ৷ এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, সুনীল শেট্টি, আলি ফজল, নীনা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, রিচা চাড্ডা-সহ আরও অনেকে ৷

ছবির চিত্রনাট্য শুরু হয়েছে এক ডেস্টিনেশন ওয়েডিংকে ঘিরে ৷ ছবিতে দেবের চরিত্রে দেখা গিয়েছে রাজবীরকে, যে নিজের প্রিয়বন্ধুর প্রেমে পড়লেও তাঁকে বলে উঠতে পারেন না ৷ এরপর সেই বন্ধুর বিয়েতে একটা প্রতিজ্ঞা নিয়ে পৌঁছে যান ৷ সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় মেঘনার, যে চরিত্রে দেখা গিয়েছে পালোমাকে ৷ বিয়ের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এগোতে থাকে দুই অপরিচিত দেব-মেঘনার জার্নি ৷ ভালোবাসা ও সম্পর্ক মেলবন্ধন ফুটে ওঠে দোনো-তে ৷

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা এড়ালেন রণবীর, অনিশ্চয়তা শ্রদ্ধার উপস্থিতি ঘিরেও

প্রসঙ্গত, সূরজ বরজাতিয়ার ছবির হাত ধরেই লিড রোলে প্রথমবার দেখা যায় সলমন খানকে ৷ 1989 সালে মুক্তি পায় 'ম্যায়নে পেয়ার কিয়া' ৷ বিটাউনে সূরজ, সলমন ও ভাগ্যশ্রীর জার্নি শুরু হয়েছিল এই ছবি দিয়েই ৷ বক্স অফিসে এই ছবি ব্যাপক সাড়া ফেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.