ETV Bharat / entertainment

Ranbir on Shamshera Failure: কেন ফ্লপ 'শামশেরা'? 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচারে এসে নীরবতা ভাঙলেন রণবীর

author img

By

Published : Sep 8, 2022, 3:49 PM IST

Ranbir on Shamshera Failure
কেন ফ্লপ 'শামশেরা'? 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচারে এসে নীরবতা ভাঙলেন রণবীর

নতুন ছবির প্রচারে 'শামশেরা'-র ফ্লপ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ছবির দুর্বল কন্টেন্টের কথাই উল্লেখ করলেন রণবীর (Ranbir on Shamshera Failure)। এবার পরীক্ষা 'ব্রহ্মাস্ত্র' ছবির ৷

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রণবীর কাপুর এবং আলিয়া ভাট এখন ব্যস্ত রয়েছেন তাঁদের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচারে (Ranbir kapoor Brahmastra Promotion) ৷ এই ছবিতেই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণলিয়া (Ranbir Kapoor and Alia Bhatt movie) ৷ তাই স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্য়ে উত্তেজনা এখন তুঙ্গে ৷ তার ওপর ছবিতে থাকছেন নাগার্জুন, অমিতাভ বচ্চনের মতো সুপারস্টাররাও ৷ এমনকী ক্যামিও পারফরম্যান্স করবেন শাহরুখ খানও ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহ যথেষ্ট রয়েছে ৷ এবার অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি কতটা দর্শক মন জয় করবে তার উত্তর দেবে সময়ই (Brahmastra Promotion) ৷

তাঁর এই ছবি মুক্তির আগেই অবশ্য় বেশ কিছু চিন্তার কারণও তৈরি হয়েছে ৷ কারণ ইতিমধ্যেই বয়কট স্লোগান উঠতে শুরু করেছে রণবীরের এই নতুন ছবিকে কেন্দ্র করে ৷ তার উপর কয়েকদিন আগেই রণবীরের কামব্যাক ছবি 'শামশেরা'-ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ এবার 'শামশেরা'-র এমন খারাপ দশা নিয়ে নীরবতা ভাঙলেন রণবীর (Ranbir on Shamshera failure)৷

দিল্লিতে প্রচারের সময়, 'শামশেরা'-র ফ্লপ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ছবির দুর্বল চিত্রনাট্যের কথাই উল্লেখ করলেন রণবীর । রণবীর বলেন, "আমরা যদি ছবিতে ভাল কন্টেন্ট দিই তবেই দর্শকরা তা পছন্দ করবেন । ছবির ক্ষেত্রে দর্শকদের আবেগ, হাসি, কান্না সবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ কন্টেন্টে এসব না থাকলে ছবি চলা কঠিন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রুপোলি পর্দায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের গল্প

'শামশেরা' ব্যর্থ হয়েছে এবং এবার পরীক্ষা 'ব্রহ্মাস্ত্র' ছবির ৷ রণলিয়ার জুটির আগামী পদক্ষেপের জন্য় এই ছবিটি যে খুবই গুরুত্বপূর্ণ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামী 9 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷ কাল পরীক্ষা অয়ন মুখোপাধ্য়ায়েরও ৷ পরিচালক হিসাবে ছবিটি বানাতে প্রায় 9 বছর সময় নিয়ে ফেলেছেন তিনি ৷ তাঁর শেষ ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' মুক্তি পেয়েছিল 2013 সালে ৷ যা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.