ETV Bharat / entertainment

Rakul Preet Singh on Deepti Sharma: 'অসামান্য' নয়া কীর্তির জন্য দীপ্তিকে শুভেচ্ছা রাকুলের

author img

By

Published : Feb 17, 2023, 10:07 AM IST

Updated : Feb 17, 2023, 10:56 AM IST

Rakul Preet Singh on Deepti Sharma
আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি দীপ্তিকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং

প্রথম ভারতীয় মহিলা হিসাবে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি দীপ্তিকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং (Rakul Preet Singh praises Deepti Sharma )৷

মুম্বই, 17 ফেব্রুয়ারি: মহিলা ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকার করার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন ৷ শুধু ক্রিকেট জগত নয় তাঁর এই কৃতিত্বের জন্য় তাঁকে শুভেচ্ছা জানাল বিনোদন দুনিয়াও ৷ এদিন দীপ্তির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিংও ৷ তাঁর ইনস্টা স্টোরিতে ভারতীয় অলরাউন্ডারের একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন এই বলিউড ডিভা (Rakul Preet Singh praises Deepti Sharma )৷

টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট শিকার করেন দীপ্তি ৷ আর নিউল্যান্ডসে এই ম্যাচেই অনন্য় রেকর্ডের মালিক হন তিনি ৷ স্টেফনি টেলর, ক্যাম্পবেল এবং অ্যাফি ফ্লেচারকে এদিন প্য়াভেলিয়নে ফেরত পাঠান এই স্পিনার ৷ দীপ্তি আক্রমণাত্মক বোলিংয়ের জেরেই মাত্র 118 রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ স্টেফনি এবং ক্যাম্পবেলের উইকেট ভারতের জন্য় কতখানি জরুরি ছিল তা বোঝা যায় স্কোরবোর্ডের দিকে তাকালেই ৷ কারণ প্যাভেলিয়নে ফেরার আগে ছ'টি বাউন্ডারির সাহায্য়ে স্টেফনি সংগ্রহ করে ফেলিছিলেন 42 রান আর ক্য়াম্পবেল স্কোর কার্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ 30 রান ৷ নক আউট পর্বে পৌঁছনোর আগে দীপ্তিদের জন্য এই ম্য়াচ জয় ছিল ভীষণ জরুরি ৷ হারমনপ্রীত এবং রিচা ঘোষের ব্যাটে ভর করে অবশ্য এই ম্যাচে জয় পেতে খুব বেশি অসুবিধা হয়নি ভারতের ৷

আর এই ম্যাচেই গুরুত্বপূর্ণ মাইল ফলক ছোঁয়ার পর দীপ্তিকে শুভেচ্ছা জানালেন রাকুল ৷ রাকুল লেখেন,"আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি প্রথম ভারতীয় মহিলা ৷ অসাধারণ দীপ্তি শর্মা ৷ আরও অনেক কিছু অর্জন করার শুভেচ্ছা রইল ৷ " দীপ্তি বর্তমানে ভারতীয় দলের উদিয়মান তারকাদের মধ্যে অন্য়তম ৷ 2014 সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 অভিষেক করেন এই অলরাউন্ডার ৷ ব্যাট হাতেও 26 গড় এবং 106.53 স্ট্রাইক রেটে তিনি মোট 858 রান সংগ্রহ করেছেন দীপ্তি ৷ আর অন্য়দিকে আইসসির সেরা টি20 বোলারদের তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন তিনি ৷ রাকুলের কথা বলতে গেলে তিনি শেষবার পর্দায় এসেছেন 'ছাতরিওয়ালি'-র হাত ধরে ৷ জি 5 -এর এই ওটিটি প্রজেক্টে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন সুমিত ব্যাস, রাজেশ তাইলাং এবং সতীশ কৌশিলও ৷ 20 জানুয়ারি শুরু হয়েছে 'ছাতরিওয়ালি'-র স্ট্রিমিং ৷

আরও পড়ুন: রাজনৈতিক নেতার সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন স্বরা

Last Updated :Feb 17, 2023, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.