ETV Bharat / entertainment

Raktabeej Teaser: প্রকাশ্যে 'রক্তবীজ'-এর টিজার, ন্যায়-অন্যায়ের যুদ্ধে সামিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:21 PM IST

Etv Bharat
প্রকাশ্যে 'রক্তবীজ'-এর টিজার

শুক্রবার প্রকাশ্যে এসেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ-এর টিজার ৷ বাঙালি দর্শক অনেকদিন পর বড় পর্দায় পেতে চলেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে ৷ সঙ্গে রয়েছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় ৷

হায়দরাবাদ, 25 অগস্ট: ধীরে ধীরে খুলছে জট ৷ শিউলি ফুলে বারুদের গন্ধ পেরিয়ে আসছে রক্তবীজের যুদ্ধ ৷ শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির টিজার ৷ শুক্রবার অভিনেত্রী মিমি চক্রবর্তী এই ছবির টিজার পোস্ট করেছেন ৷ অন্যদিকে, উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে ইউটিউবেও 'রক্তবীজ'-এর টিজার মুক্তি পেয়েছে ৷ সোশাল মিডিয়ায় বেড়েই চলেছে ভিউয়ারের সংখ্যা ৷

অভিনেত্রী মিমি টিজার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘কণ্ঠ অবরুদ্ধ/ পেরিয়ে একরাশ আলো আর ধোঁয়া/ দেখে এলাম রক্তবীজের যুদ্ধ । উইনডোজ এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, উইনডোজ প্রযোজিত রক্তবীজ আসছে 19 অক্টোবর ৷ বাংলা, ওড়িয়া , অসমীয়া এবং হিন্দি ভাষায় । পুজোয় এবার পুজোর ছবি ৷’’

পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় সমাজের নানা দিক তুলে ধরেন তাঁদের ছবির মাধ্যমে ৷ এবার তাঁরা বেছে নিয়েছেন বাংলার বুকে ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ৷ টিজার শুরু হয় রাষ্ট্রপতি ভবনকে সামনে রেখে ৷ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ ৷ অন্যদিকে, মিমি ও আবিরে হাতে বন্দুক ৷ টার্গেট সামনে ৷ এরপরেই ফ্রেম বদল ৷ মা দশভুজা সামনে ৷ বাজছে ঢাক-ঢোল, বেজে উঠেছে উলুধ্বনি ৷ মায়ের পুজো হচ্ছে ৷ এরপরেই ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় রাশভারী সেই গলা ৷ তিনি বলছেন, "যুদ্ধ যখন ন্যায়-অন্যায়ের ৷ তখন ক্ষমা আরও পরমধর্ম থাকে না ৷ দুর্বলতার চিহ্ন হয় ৷"

আরও পড়ুন: এবার জুটিতে অঙ্কুশ-প্রিয়াঙ্কা, গ্রামের সহজ-সরল গল্প নিয়ে আসছে 'কুরবান'

বোঝাই যাচ্ছে, এই পুজোয় ন্যায়-অন্যায়ের যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে দর্শকরা ৷ সালটা 2014 । তখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর সময়ে একাধিক বড় ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী ৷ তার মধ্যে অন্যতম বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ। অতীতের সেই স্মৃতি উসকে দিয়েই প্রকাশ্যে এসেছে 'রক্তবীজ'-এর প্রথম ঝলক। যেখানে বাঙালি রাষ্ট্রপতির ভূমিকায় ধরা দিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবির স্ক্রিন-প্লে ও সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল ৷ ব্যাকগ্রাউন্ড স্কোর সামলেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷ মিউজিকের দায়িত্বে দোহার, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও সুরজিৎ চট্টোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.