ETV Bharat / entertainment

Bollywood Star Join Juhu Beach Clean Up Drive: মোদির ডাকে সাড়া দিযে জুহু বিচ পরিষ্কার অভিযানে রাজকুমার-মানুষী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 6:26 PM IST

Etv Bharat
জুহু বিচ পরিষ্কার অভিযানে রাজকুমার-মানুষী

স্বচ্ছতা অভিযানে মুম্বইয়ের সি-বিচে বলিউড তারকারা ৷ শুক্রবার বিচ পরিষ্কার করতে দেখা গেল রাজকুমার রাওকে, মানুষী চিল্লার, সাইয়ামি খের-সহ একাধিক স্বেচ্ছাসেবকদের ৷

জুহু বিচ পরিষ্কার অভিযান

মুম্বই, 29 সেপ্টেম্বর: মোদির স্বচ্ছতা অভিযানে সাড়া দিলেন অভিনেতা রাজকুমার রাও, প্রাক্তন মিস ইউনিভার্স তথা অভিনেত্রী মানুষী ছিল্লার ও অভিনেত্রী সাইয়ামি খের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 105তম মন কী বাত অনুষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের কথা জানিয়ে ছিলেন ৷ তিনি বলেছিলেন পয়লা অক্টোবর সকাল 10টা থেকে শুরু হবে 'স্বচ্ছতা পখওয়াড়া-স্বচ্ছতা হি সেবা অভিযান' ৷ সেই অভিযানেরই অংশীদার হয়েছেন বলিউড তারকারা ৷

শুক্রবার গণেশ নিরঞ্জনের পর জুহু বিচ পরিষ্কার করতে দেখা গেল রাজকুমার রাও, মানুষী চিল্লার ও সাইয়ামি খের ৷ দিব্যজ এবং ভামলা ফাউন্ডেশন দ্বারা আয়োজিত ক্লিন্যাথন 2.0, ওসিয়ান ওয়েস্ট ম্যানেজমেন্ট ইভেন্টে যোগ দেন তারকারা ৷ বিচের বিস্তৃত এলাকা জুড়ে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে স্বেচ্ছাসেবক এবং স্থানীয়দের সঙ্গে দেন তাঁরা ৷ রাজকুমার রাও বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ ৷ আমি এখানে হাঁটতে আসি ৷ তাই যদি সমুদ্রের কিনারা যদি পরিষ্কার থাকে, তাহলে দেখতে ভালো লাগে ৷ আমি সুযোগ পেয়েছি, এমন ভালো একটা কাজের অংশীদার হতে পেরে ৷" পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছতা অভিযানকে সাধুবাদ জানান ৷

প্রাক্তন মিস ইউনিভার্স তথা অভিনেত্রী মানুষী চিল্লার বলেন, "আগের থেকে অনেক কিছু বদলেছে ৷ দুটো লকডাউন ও অতিমারির সময়ে আমরা দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি-র শুটিং করেছিলাম ৷ তখন থেকেই সকলের মধ্যে সচেতনাভাব আরও বেড়েছে ৷ সব সময় চেষ্টা করা হয় যাতে কাজের পর যেন সেই জায়গা পরিষ্কার থাকে ৷ পাশাপাশি, যা পুনঃনবীকরণযোগ্য সেই সব জিনিসকে এখন আলাদা রাখার অভ্যাস তৈরি হয়েছে ৷ ছোট ছোট এই পরিবর্তনই আগামিদিনে আরও ভালোর দিকে যাবে বলে আশা করি ৷"

অভিনেত্রী সাইয়ামি খের জানান, বিচে এমন নোংরা থাকলে কারোরই ভালো লাগবে না ৷ তাই সকালে ঘুম থেকে ওঠা কষ্টকর হলেও এটা আমাদের দায়িত্ব যে নিজের সমাজ ও পরিবেশ পরিষ্কার রাখা ৷ আমি খুব খুশি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ৷ এই কাজে সকলে এগিয়ে এসেছে দেখে ভালো লেগেছে ৷

আরও পড়ুন: নতুন ছবিতে জুটিতে রাজকুমার-তৃপ্তি, আসছে 'ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো'

প্রযোজক জ্যাকি ভাগনানি জানান, এই ধরনের উদ্যোগ সাধুবাদের যোগ্য ৷ প্রত্যেকের এই ধরনের অভিযানে অংশগ্রহণ করা উচিত ৷ নিজের জন্য, নিজের ভবিষত্যের জন্য সমাজ ও পরিবেশ পরিষ্কার রাখা দরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.