ETV Bharat / entertainment

Raghav-Parineeti Engagement: ফুলে-আলোয় সাজল রাঘবের বাসভবন, কখন পরিনীতির আঙুলে আংটি পরাবেন আপ নেতা?

author img

By

Published : May 13, 2023, 9:59 AM IST

এবার ফুল আর আলোয় সেজে উঠল রাঘব চাড্ডার বাসভবন ৷ সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ শুরু হতে পারে বাগদানের অনুষ্ঠান ৷

Parineeti Chopra and Raghav Chadha
বাগদান সারছেন রাঘব পরিনীতি

নয়াদিল্লি, 13 মে: অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা এখন সংবাদ শিরোনামে ৷ বেশ কিছুদিন ধরেই চলে আসছে তাঁদের সম্পর্কের গুঞ্জন ৷ শনিবার তাঁদের বাগদান পর্বের কথা মাথায় রেখে শুক্রবার থেকেই ঝলমলে আলোর মালায় সাজানো হয়েছিল পরিনীতির বাড়ি ৷ আর এবার রাঘবের নয়াদিল্লির বাসভবন 'কাপুরথালা হাউস'ও সেজে উঠল রঙিন সাজে ৷ রাঘবের বাসভবনের বেশ কিছু ছবি এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ বাগদানের এই অনুষ্ঠানটি রাঘবের বাড়িতেই সম্পন্ন হতে চলেছে বলে জানা গিয়েছে ৷

হলুদ, সাদা আর গোলাপি ফুল দিয়ে বাগাদানের স্থানটিকে বিশেষভাবে সাজানো হয়েছে ৷ সঙ্গে রয়েছে আলোর মালা ৷ সূত্রের খবর অনুযায়ী, বিকেল পাঁচটা থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান ৷ শিখ রীতি মেনেই বাগদান সম্পন্ন হতে চলেছে পরিনীতি-রাঘবের ৷ সন্ধ্য়ায় ছ'টা নাগাদ আরদাস হবে বলে জানা গিয়েছে ৷

Parineeti Chopra and Raghav Chadha
আলোয় সেজে উঠল রাঘব চাড্ডার বাসভবন

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই বিশেষ অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা মিলিয়ে প্রায় 150 জন হাজির থাকবেন ৷ পাশাপাশি থাকবেন বি টাউনের সেলেবরাও । অনেক রাজনীতিবিদও উপস্থিত হতে চলেছেন এই বিশেষ অনুষ্ঠানে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পরিনীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতো আরও অনেককেই দেখা যাবে পরিনীতি-রাঘবের বাগদান পর্বে ৷

Raghav Parineeti Engagemen
13 মে বাগদান সারছেন রাঘব পরিনীতি

বাগদানের এই বিশেষ অনুষ্ঠানের জন্য় বেশ কিছুদিন ধরেই মনীশ মালহোত্রার বাড়িতে বারবার যাওয়া আসা করছেন পরিনীতি ৷ খবর অনুযায়ী বলিউডের এই প্রখ্য়াত ডিজাইনারের তৈরি পোশাকেই দেখা যাবে তাঁকে ৷ আসলে পরিনীতি-মনীশের কেমিস্ট্রি বেশ ভালো ৷ এর আগে বেশ কয়েকবার তাঁর ফ্যাশন শোয়ের শো স্টপারও হয়েছেন এই নায়িকা ৷ আর তাই এই বিশেষ দিনের জন্য় তাঁর তৈরি পোশাকই বেছে নিতে চলেছেন পরিনীতি ৷ অন্যদিকে রাঘবকে দেখা যাবে পবন সচদেবের তৈরি পোশাকে ।

আরও পড়ুন: কলকাতায় ভাইজান, তারকায় অপেক্ষায় ইস্টবেঙ্গলের মঞ্চ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.