ETV Bharat / entertainment

National Film Awards 2023: ঘোষণার পর সম্মানিত, আজই জাতীয় পুরস্কার হাতে পেতে চলেছেন বিজেতারা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 12:50 PM IST

Updated : Oct 17, 2023, 1:25 PM IST

Etv Bharat
নয়াদিল্লিতে জাতীয় পুরস্কার প্রদান

69th National film awards 2023: মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পুরস্কার বিজেতাদের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বিকেল তিনটে নাগাদ এই অনুষ্ঠান শুরু হবে ৷ ইতিমধ্যেই মুম্বই থেকে দিল্লি পাড়ি দিয়েছেন আলিয়া ভাট ৷

হায়দরাবাদ, 17 অক্টোবর: নাম ঘোষণা আগেই হয়েছে ৷ এবার পুরস্কার হাতে তুলে দেওয়ার পালা ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পুরস্কার বিজেতাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড ৷ পুরস্কার নিতে স্বামী রণবীর সিংকে নিয়ে দিল্লি উড়ে গেলেন আলিয়া ভাট ৷ 'গঙ্গুবাই কাথিয়াবাড়ি' ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার ৷

মঙ্গলবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ দুপুর তিনটে নাগাদ শুরু হবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠান ৷ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমানকে ৷ অন্যদিকে, 2021 সালের ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবির জন্য সেরা ফিচার ফিল্ম পুরস্কার আর মাধবনের হাতে তুলে দেওয়া হবে ৷

'পুষ্পা:দ্য রাইস' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন আল্লু অর্জুন ৷ আলিয়া ভাটের মতোই 'মিমি' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে দেওয়া হবে কৃতি শ্যাননের ৷ পল্লবী জোশি ও পঙ্কজ ত্রিপাঠী সেরা-সহ অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন 'কাশ্মীর ফাইলস' ও 'মিমি' ছবির জন্য ৷ বেস্ট পপুলার ফিল্ম ক্যাটাগরিতে সেরার সেরা শিরোপা পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ৷ অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রী 'কাশ্মীর ফাইলস' ছবির জন্য পেতে চলেছেন নারগিস দত্ত অ্যাওয়ার্ড ৷

বেস্ট নন-ফিচার ফিল্ম হিসাবে সৃষ্টি লখেরার ছবি 'এক থা গাঁও' জিতেছে জাতীয় পুরস্কার ৷ মারাঠি ছবি 'গোদাবরি'-র জন্য নিখিল মহাজন সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন ৷ শ্রেয়া ঘোষাল ও কালা ভৈরব পেয়েছেন সেরা গায়িকা ও গায়কের জন্য জাতীয় পুরস্কার ৷ দেবী শ্রী প্রসাদ ও এমএম কিরাবানী পাচ্ছেন বেস্ট মিউজিক ডিরেকশন অ্যাওয়ার্ড ৷ বেস্ট হিন্দি ফিল্ম ও বেস্ট সিনেমাটোগ্রাফি হিসাবে জাতীয় পুরস্কার এসেছে সুজিত সরকার পরিচালিত 'সর্দার উধম সিং'-এর ঝুলিতে ৷ মূলত, 24 অগস্ট জাতীয় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছিল ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করে নাম ঘোষণা করা হয়েছিল ৷

আরও পড়ুন: প্রথম তেলুগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার আল্লু’র, উচ্ছ্বসিত বাকি তারকারাও

Last Updated :Oct 17, 2023, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.