ETV Bharat / entertainment

Pathaan Box Office Collection: তিনদিনে 300 কোটির ব্যবসা করল পাঠান, প্রত্যাবর্তনে একের পর এক রেকর্ড শাহরুখের

author img

By

Published : Jan 28, 2023, 10:29 AM IST

Updated : Jan 28, 2023, 3:22 PM IST

Pathaan Box Office Collection
তৃতীয় দিনে ট্রিপল সেঞ্চুরিও পার করে ফেলল এসআরকের নতুন অ্যাকশন এন্টারটেইনার পাঠান

দ্বিতীয় দিনে ডাবল সেঞুরির পর এবার তৃতীয় দিনে ট্রিপল সেঞ্চুরিও পার করে ফেলল এসআরকের নতুন অ্যাকশন এন্টারটেইনার 'পাঠান' ৷ মুক্তির পর থেকেই শাহরুখ-দীপিকা জুটির এই ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা (Pathaan box office worldwide gross) ৷

মুম্বই, 28 জানুয়ারি: বলিউডের বেশকিছু রেকর্ড ইতিমধ্য়েই ধূলিসাৎ করেছে 'পাঠান' ৷ শাহরুখের এই ছবি এবার তৃতীয় দিনে গড়ল আরেকটি বিশাল রেকর্ড ৷ চার বছর পর মাঠে ফিরেই ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন বলিউডের বেতাজ বাদশাহ ৷ ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বক্স অফিস কালেকশন 300 কোটি ছাড়িয়েছে (Pathaan box office worldwide gross) ৷ মানে রেকর্ড তৈরি দিয়ে যে যাত্রার শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রইল ।

'আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে বালা হে' ছবির প্রথম ঝলকেই এই হুঙ্কার শোনা গিয়েছিল এসআরকের গলায় ৷ আর সেই তুফান যে সুনামি হয়ে বইবে তারও সতর্কবার্তা মিলেছিল প্রথম দিনেই ৷ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরেই আগের সমস্ত ধারনা ভেঙে চুড়মাড় করে নতুন মাইল ফলক স্থাপন করেছিল 'পাঠান' ৷ ছুটির দিনে মুক্তি পায়নি শাহরুখের নতুন ছবি ৷ তবু প্রথম দিনেই পাঠান ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷ চার বছরের বনবাস কাটিয়ে মাঠে ফিরেই তৃতীয় দিনে তিনশো কোটি ক্লাবেও ঢুকে পড়ল এসআরকের এই স্পাই থ্রিলার ৷ সারা বিশ্বব্যাপী আয়ের হিসাব করে ঠিক এমনটাই জানালেন ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ৷

  • #Pathaan crosses ₹ 300 Crs Gross at the WW Box office in 3 days.. 🔥

    — Ramesh Bala (@rameshlaus) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কত বাজেট ছিল সিদ্ধার্থ আনন্দের এই ছবির ? খবর অনুযায়ী 250 কোটি টাকা খরচ হয়েছিল এই স্পাই থ্রিলারটি তৈরি করতে ৷ শাহরুখ-জন-দীপিকা জুটির এই ছবি শুধু যে সিনেপ্রেমীদের মন জিতে নিয়েছে তা নয়, বিদগ্ধ সমালোচকরাও খুশি ছবির কাজ দেখে ৷ ভিএফএক্স, অ্যাকশন সিকোয়েন্স আর অভিনয় দেখে তাঁরাও বলছেন, যদি সিনেমার অর্থ বিনোদন হয় ৷ তাহলে তার অন্যতম সেরা ঠিকানা 'পাঠান' ৷

আরও পড়ুন: দু'দিনেই ডাবল সেঞ্চুরি এসআরকের, 200 কোটির ক্লাবে 'পাঠান'

'পাঠান'-এর বিপুল সাফল্যে শাহরুখ কিন্তু মোটেই ভেসে যাননি ৷ বরং টুইটারে সম্প্রতি জীবনে স্থির লক্ষ্যে এগিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, 'আমি পিছনে ফিরে যাওয়ার জন্য় কোনও কিছু ফেলে আসিনি.. আমার মনে হয় জীবন কিছুটা এই রকমই ৷ প্রত্যাবর্তনের গল্প লেখা কারও পক্ষেই সম্ভব নয় । তা কারও হাতেও নেই । বরং সামনে তাকানো ভীষণভাবে দরকার ৷ তাই ফিরে আসবেন ৷ যেটা শুরু করেছেন তা শেষ করুণ ৷ 57 বছর বয়সিব একজন মানুষের এটাই পরামর্শ । এটাই তাঁর জীবনবোধ ।'

Last Updated :Jan 28, 2023, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.