ETV Bharat / entertainment

Pathaan Box Office Day 23: বাহুবলী 2-এর রেকর্ডের খুব কাছে পাঠান, কমছে টিকিটের দাম

author img

By

Published : Feb 17, 2023, 8:26 PM IST

Pathaan ETV Bharat
পাঠান

প্রভাসের ব্লকবাস্টার হিট বাহুবলী 2-এর (Pathaan to break Baahubali 2 record) আজীবন ব্যবসার খুব কাছাকাছি চলে এসেছে শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) পাঠান । মুক্তির 23 দিন (Pathaan Box Office Day 23) পর পাঠান বিশ্বব্যাপী 976 কোটি টাকা আয় করেছে । শনিবার থেকে আবার টিকিটের দাম কমানোর কথা ঘোষণা করেছে যশরাজ ফিল্মস ৷

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: থামার কোনও লক্ষণ তো নেইই ৷ বরং ঘোড়ায় জিন দিয়ে আরও তীব্র গতিতে এগোচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan Latest News) পাঠান ৷ যশ রাজ ফিল্মসের এই স্পাই অ্যাকশন এসএস রাজামৌলীর ব্লকবাস্টার ফিল্ম বাহুবলী 2-এর সর্বমোট ব্যবসার খুব কাছাকাছি চলে গিয়েছে ।

23তম দিনে বক্স অফিস কালেকশন: মুক্তির পর 23 দিন কেটে গিয়েছে (Pathaan Box Office Day 23)৷ এখনও দৌড় কমেনি পাঠানের ৷ শুক্রবার টিকিটের দাম কমে যাওয়ার পর এসআরকে-র ছবি আগামিকাল আরও বড় সংখ্যার দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে তার আগে পাঠানের বক্স অফিস কালেকশন 23তম দিনে কোথায় গিয়ে দাঁড়াল, সে দিকে নজর দেওয়া যাক ৷

বিশ্বব্যাপী 976 কোটি টাকা আয়: শুক্রবার পাঠানের নির্মাতারা তাঁদের দুরন্ত হিট এই ছবির বক্স অফিস কালেকশন প্রতিদিনের মতোই শেয়ার করেছেন । সোশ্যাল মিডিয়ায় যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) জানিয়েছে যে, ছবিটি 23 দিনে বিশ্বব্যাপী 976 কোটি টাকা আয় করেছে ।

বাহুবলী 2-এর খুব কাছে পাঠান: যশ রাজ ফিল্মস জানিয়েছে, ছবিটি ভারতে নেট 505.85 কোটি টাকা সংগ্রহ করেছে ৷ তাদের দেশীয় মোট বক্স অফিস আয় 609 কোটি টাকা । আর বিদেশের বাজার থেকে পাঠান 23 দিনে 367 কোটি টাকা আয় করেছে । এসএস রাজামৌলীর বাহুবলী: দ্য কনক্লুশনের লাইফটাইম কালেকশন 510 কোটি টাকা ৷ এই সংখ্যার খুব কাছাকাছি এসে গিয়েছে পাঠান (Pathaan to break Baahubali 2 record)৷

আরও পড়ুন: দৌড় অব্যাহত পাঠানের, 18 দিনে আয় 924 কোটি টাকা

কমছে টিকিটের দাম: পাঠানের বক্স অফিস কালেকশন আগামিকাল বড় লাফ দিতে পারে ৷ কারণ ওয়াইআরএফ দেশজুড়ে টিকিটের দাম কমিয়ে 110 টাকা করে দিয়েছে । পাঠানের বিশাল সাফল্য সেলিব্রেট করতেই নির্মাতারা টিকিটের দাম কমিয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের ।

দুটি সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিকে টক্কর: আবার অনেকে বলছেন, টিকিটের মূল্য হ্রাসের লক্ষ্য হল দুটি বড় ফিল্ম - কার্তিক আরিয়ানের শেহজাদা এবং হলিউড ফিল্ম অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া ৷ যা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ শেহজাদার নির্মাতারাও একটি পালটা কৌশল নিয়েছে ৷ ভারতে এই ছবি মুক্তির কয়েক ঘণ্টা পর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ একটি কিনুন, একটি বিনামূল্যের পান এই নীতি ঘোষণা করেছেন শেহজাদার নির্মাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.