ETV Bharat / entertainment

Sot Bhoot Adbhut: বড় পর্দায় জুটি বাঁধছেন প্রসূন-পার্থ, গল্পে ভূতের রাজা পরাণ

author img

By

Published : Apr 22, 2022, 4:49 PM IST

বড় পর্দায় জুটি বাঁধছেন প্রসূন গাইন ও পার্থসারথি ৷ 'সৎ ভূত অদ্ভুত' (Sot Bhoot Adbhut)-এ ভূতের রাজা পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandopadhyay film)

Paran Bandopadhyay will be king of ghost in Sot Bhoot Adbhut
বড় পর্দায় জুটি বাঁধছেন প্রসূন-পার্থ, গল্পে ভূতের রাজা পরাণ

কলকাতা, 22 এপ্রিল: এ বার দুই অসৎ বন্ধুর গল্প আসতে চলেছে বড় পর্দায় । একজন চোর, অন্যজন টিকিট ব্ল্যাকার । অসৎ উপায়ে কাজ কর‍তে গিয়ে তারা নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় ।

টনিকের পর থেকে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (king of ghost)। তাঁকে নিয়ে ছবি বানাচ্ছেন অর্ণব মিদ্যা । ছবির নাম 'সেদিন কুয়াশা ছিল'। জানা গেল আরও এক ছবির নাম, 'সৎ ভূত অদ্ভুত' (Sot Bhoot Adbhut)। পরিচালক প্রীতম সরকার এ বার পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandopadhyay film) বানিয়ে দিচ্ছেন ভূত । আসছে বাংলা ছবি 'সৎ ভূত অদ্ভুত'।

বিল্টু আর রানা নামে দুই বন্ধুর মধ্যে একজন চোর অন্যজন টিকিট ব্ল্যাকার । চোরের ভূমিকায় পার্থসারথি আর টিকিট ব্ল্যাকারের ভূমিকায় প্রসূন গাইন ।
একদিন এই দুই মূর্তিমান ধরা পড়ে এবং পিটুনি খায় । এরপর তারা দুজনে এক ফন্দি আঁটে । ঘন জঙ্গলে চলে যায় দুজনে । জঙ্গলে তাদের সঙ্গে কী ঘটে সেটাই চমক । তারা কি পালটে যাবে কোনওদিন ? নাকি এই অসৎ পথেই এগিয়ে চলবে তাদের জীবন ? এই প্রশ্নের উত্তর মিলবে ছবিতে ।

Paran Bandopadhyay will be king of ghost in Sot Bhoot Adbhut
জুটি বাঁধছেন প্রসূন-পার্থ

আরও পড়ুন: Jisshu Karishma New Project : এবার করিশ্মার সঙ্গে এক পর্দায় যিশু, শুরু শ্যুটিং

এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় । রয়েছেন রাজু মজুমদার, পূজা সরকার-সহ আরও অনেকে । মে মাস থেকে শুরু হবে ছবির শুটিং । ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে দক্ষিণ কলকাতার এক মল-এ ।

Paran Bandopadhyay will be king of ghost in Sot Bhoot Adbhut
সৎ ভূত অদ্ভুত

পার্থসারথির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পেরে বেজায় খুশি প্রসূন । ইটিভি ভারতকে তিনি জানান, "এই টিকিট ব্ল্যাকার আর চোর দুজনেই খুব মজার চরিত্রের । একজন চুরি করতে গিয়ে ঘুমিয়েই পড়ে । অন্যজন যে দামে টিকিট কেনে সেই দামেই ব্ল্যাক করে । লাভ রাখে না । এটা একটা ডার্ক কমেডি । দর্শকের ভাল লাগবে । আর যেখানে পরাণদা আর খরাজদা আছে সেখানে গল্প আলাদা মাত্রা পেতে বাধ্য বলে আমার বিশ্বাস । ভূতের রাজার কাছে পাড়ি দিয়ে বিল্টু আর রানা বর চায় । কী সেই বর সেটা বলা যাবে না । দেখতে হবে ছবিটা ।"

আরও পড়ুন: Aparajita Adhya : অপরাজিতার সঙ্গে ছেলের বিয়ে দিতে চাননি শাশুড়ি ! মনের ঝাঁপি খুললেন 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.