ETV Bharat / entertainment

Pankaj Tripathi on Main Atal Hoon Movie: 'পর্দায় অটলজির চরিত্র ফুটিয়ে তোলা সম্মানের ব্যাপার', চরিত্র নিয়ে আবেগপ্রবণ পঙ্কজ

author img

By

Published : May 7, 2023, 9:02 PM IST

Pankaj on Main Atal Hoon Movie
নতুন ছবির চরিত্র নিয়ে আবেগপ্রবণ পঙ্কজ

জোর কদমে চলছে 'ম্যায় অটল হুঁ' ছবির শ্যুটিং ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷

হায়দরাবাদ, 7 মে: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর হাতে এখন বড় প্রজেক্ট ৷ তাঁর পরবর্তী কাজ 'ম্যায় অটল হুঁ'- ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন পঙ্কজ ৷ 'ম্যায় অটল হুঁ'-র নির্মাতারও অফিসিয়ালি এই ছবির শ্যুটিং সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ জানা গিয়েছে, প্রখ্যাত রাজনৈতিকবিদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শুধু মাত্র রাজনৈতিক কার্যকাল নয়, এই ছবিতে তুলে ধরা হবে তাঁর ব্যক্তিগত অনেক বিষয় ৷ তিনি কেমন ছিলেন, কবিতার প্রতি তাঁর ভালোবাসা, সব তথ্যই মেলে ধরা হবে দর্শকদের কাছে ৷

মূলত ছবির শ্যুটিং স্পট হিসাবে আপাতত রয়েছে মুম্বই ও লক্ষ্ণৌ ৷ প্রায় 45 দিন ধরে এই দুই রাজ্য়ের বিভিন্ন জায়গায় চলবে ছবির শ্যুটিং ৷ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এই ছবির অংশ হতে পেরে আপ্লুত ৷ তিনি বলেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট রাজনীতিবিদ শ্রী অটলবিহারী বাজপেয়ীর চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে আমি সম্মানিত ৷ এই চরিত্রকে পর্দায় নিখুঁতভাবে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করেছি ৷ প্রচুর বই পড়া হয়েছে ৷ তাঁকে জানতে, তাঁর লাইফস্টাইল, তাঁর আদর্শকে আরও কাছ থেকে বুঝতে ও জানতে নানা ধরনের বই সাহায্য করেছে ৷ আজ আমি সত্যিই উচ্ছ্বসিত, 'ম্যায় অটল হুঁ' ছবির শ্যুটিং শুরু করতে পেরে ৷"

আরও পড়ুন: বড় পর্দায় ফিরছে 'বানি-ন্যায়না' জুটি ? মুখ খুলেন রণবীর কাপুর

এই প্রসঙ্গে পরিচালক রবি যাদব বলেন, "আমি দেখেছি, অটলজিকে জানার জন্য, বোঝার জন্য কতটা পরিশ্রম করেছেন পঙ্কজজি ৷ তিনি দীর্ঘ একটা অনুশীলনের মধ্য দিয়ে গিয়েছেন ৷ আশা করছি, অটলজি নিজের যে মতাদর্শ জীবনের প্রতি ও দেশের প্রতি রেখেছিলেন, আমরাও ছবিতে ঠিক সেই ম্যাজিক তৈরি করতে পারব ৷"

প্রযোজক বিনোদ ভানুশালি জানিয়েছেন, ম্যায় অটল হুঁ, টিমের কাছে একটা বিশেষ ছবি ৷ এই ছবি দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরতে কোনও রকম ফাঁকফকর রাখা হচ্ছে না ৷ চিত্রনাট্য থেকে শুরু করে শ্যুটিং লোকেশন যাতে একেবারে আসল মনে হয় সেই চেষ্টাই করেছে গোটা টিম ৷ পাশাপাশি প্রযোজক সন্দীপ সিং বলেন, " এই জার্নি সবে শুরু হয়েছে ৷ এই ছবি বানাতে গিয়ে জানি অসাধারণ অভিজ্ঞতা হবে ৷ ছবির কলাকুশলীরাও যেভাবে কঠোর পরিশ্রম করছেন, দেখে সত্যিই ভালো লাগছে ৷ পাশাপাশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদবের সঙ্গে যুক্ত হতে পেরেও ভালো লাগছে ৷" প্রসঙ্গত, এই ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি ভিরমানি ও রবি যাদব ৷ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সালিম-সুলেমান ৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.