ETV Bharat / entertainment

Jawan Advance Booking: বিক্রি হল সাড়ে 5 লক্ষেরও বেশি টিকিট, অগ্রিম বুকিংয়েও শাহরুখ-রাজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 10:18 AM IST

Updated : Sep 4, 2023, 10:34 AM IST

অগ্রিম বুকিংয়ে নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল 'জওয়ান' ৷ দেশজুড়ে বিক্রি হল সাড়ে পাঁচ লক্ষেরও বেশি আগাম টিকিট ৷ শেষমেশ 'পাঠান'কেও 'জওয়ান' টপকে যায় কিনা সেটাই দেখার।

Pic SRK instagram
অগ্রিম বুকিংয়ে নয়া রেকর্ড গড়ল জওয়ান

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: 'নাম তো শুনাহি হোগা' ৷ তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর সঙ্গে কাকতালীয় ভাবে মিলে গিয়েছে সংলাপটি ৷ এসআরকের 'জওয়ান' এখন যে খবরের বাজারে হট কেক তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না ৷ নানা কারণে প্রায় প্রতিদিনই শিরোনামে জায়গা করে নিচ্ছে কিং খান এবং অ্যাটলি জুটির এই নতুন প্রজেক্টটি ৷ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নয়া রেকর্ড গড়বে 'জওয়ান' এমনটাই আশা অনুরাগীদের ৷ শাহরুখ ফ্যানেরদের কেউ কেউ তো একাই গোটা হল বুক করে সেই টিকিটের মালা পড়ে সোশালে ছবি পোস্ট করছেন ৷ সব মিলিয়ে উন্মাদনা এখন তুঙ্গে ৷ কী বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট, সবমিলিয়ে কেমন চলছে ছবির অগ্রিম বুকিং?

স্যাকনিল্ক সোমবার সকাল পর্যন্ত যে রিপোর্ট সামনে এনেছে তাতে দেশে 5 লক্ষ 77 হাজার 255টি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ যার মূল্য 16 কোটিরও কিছু বেশি ! এর মধ্যে 5 লক্ষ 29 হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হয়েছে ছবির হিন্দি ভার্সানটির ৷ এছাড়া তেলেগু ও তামিল ভার্সান মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে আরও প্রায় 36 হাজার ৷ সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স বড় রেকর্ড তৈরি মুখে যে দাঁড়িয়ে রয়েছে 'জওয়ান' তা বলাই বাহুল্য ৷ সিনে ক্রিটিক তরণ আদর্শের রিপোর্ট বলছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সেও 2 লক্ষ 22 হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

'জওয়ান' ছবির অগ্রিম বুকিং নিয়ে আলোচনা করতে বসলেই এসে পড়বে 'পাঠান' ছবির কথাও ৷ সারা দেশ জুড়ে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে বেশ বড় রেকর্ড তৈরি করেছিল 'পাঠান' ৷ অগ্রিম বিকিয়েছিল প্রায় 10 লক্ষ 81 হাজার টিকিট ৷ আর ন্যাশানাল চেইন অর্থাৎ মাল্টি প্লেক্সের ক্ষেত্রেও সংখ্যাটা ছিল 5 লক্ষের বেশি ৷

আরও পড়ুন: 'জওয়ান' মুক্তির আগে 'আস্ক এসআরকে' সেশনে বলিউড বাদশা

হাতে রয়েছে আরও বেশ কয়েকটা দিন ৷ এবার অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে 'জওয়ান' 'পাঠান'-কে টেক্কা দিতে পারবে কি না সেদিকেই নজর থাকবে সকলের ৷ প্রায় 300 কোটির বাজেটে তৈরি হয়েছে ছবিটি ৷ এমনটাই দাবি বিভিন্ন মাধ্যমের ৷ তাই বক্স অফিসে লড়াইটা যে সহজ হবে না তা বলাই বাহুল্য ৷

Last Updated : Sep 4, 2023, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.