ETV Bharat / entertainment

Organs Donation by Infant: মৃত্যুর পরও এক শিশু-সহ তিনটি জীবন বাঁচিয়ে গেল পাঁচদিনের নবজাতক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 5:34 PM IST

Updated : Oct 19, 2023, 6:58 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

গুজরাতের সুরাতে পাঁচদিনের সদ্যজাত প্রাণ বাঁচাল আর তিনজনের ৷ ব্রেন-ডেড হওয়া নবজাতকের লিভার, কিডনি প্রতিস্থাপন করে প্রাণ পেল নয় মাসের এক শিশু-সহ আরও দুই কিশোর ৷

সুরাত, 19 অক্টোবর: পাঁচদিনের মৃত নবজাতক নবজন্ম দিয়ে গেল এক শিশু এবং দুই কিশোরের ৷ শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী থেকেছে গুজরাতের সুরাত ৷ ব্রেন-ডেথ হয়ে মৃত পাঁচ দিনের সন্তানের কিডনি ও লিভার প্রতিস্থাপন করে জীবন ফিরে পেল তিনজন ৷

হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, 13 অক্টোবর একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় নবজাতকের ৷ পরিবারে পুত্র সন্তান আসায় ভীষণ খুশি ছিলেন সদ্যোজাতর বাবা-মা ৷ কিন্তু সেই আনন্দ ছিল ক্ষণস্থায়ী ৷ জন্মের পর থেকেই সদ্যোজাত নড়াচড়া করছিল না বলে জানিয়েছেন চিকিৎসক ৷ এনজিও জীবনদ্বীপ অর্গ্যান ডোনেশন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি বিপুল তালাভিয়া বলেন, "পরিবার সদ্যোজাতকে দ্রুত সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাকে রাখা হয় ভেন্টিলেশনে ৷ চিকিৎসকদের শত চেষ্টাতেও নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি ৷ জানিয়ে দেওয়া হয় সদ্যোজাতর ব্রেন-ডেথ হয়ে গিয়েছে ৷"

তালাভিয়া আরও জানান, শিশুর এমন অবস্থা জানার পরেই সিভিক হাসপাতালের চিকিৎসক নীলেশ কাছাড়িয়া ছুটে যান সেই হাসপাতালে যেখানে সদ্যোজাত ভরতি ছিল ৷ চিকিৎসক নবজাতকের বাবা-মা হর্ষ সাংঘানি ও চেতনার সঙ্গে কথা বলেন ৷ চিকিৎসক জানান, নবজাতকের অঙ্গ দান করে আরও তিন শিশুর জীবন বাঁচানোর কথা ৷ তাঁদের মৃত সন্তান আরও তিন শিশুকে নতুন জীবন দিতে পারবে, এই কথা জানতে পেরে অঙ্গদানের বিষয়ে সম্মতি জানান সদ্য সন্তানহারা বাবা-মা ৷ তালাভিয়া জানিয়েছেন, সদ্যজাতর ঠাকুমা রশমীবেন অঙ্গদানের বিষয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন ৷

তিনি বলেন, "সংঘানি পরিবারের এক দূর সম্পর্কের আত্মীয় অনেক বছর আগে নতুন জীবন পেয়েছিলেন হার্ট প্রতিস্থাপনের মধ্য দিয়ে ৷ তাই সজ্যোজাতর ঠাকুমা সেই ঋণ প্রতিশোধের সময় এসে গিয়েছে বলে পরিবারের সকলকে অঙ্গ দানের কথা জানান ৷" পরিবারের সম্মতি পাওয়ার পরেই পিপি সাভানি হাসপাতালের চিকিৎসকের দ্বারা সদ্যোজাতর দুটি কিডনি, কর্নিয়া, লিভার, প্লীহা সদ্যোজাতর থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তালাভিয়া ৷

গুজরাত স্টেট অর্গ্যান ও টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে সদ্যোজাতর কর্নিয়া সুরাতের আই ব্যাঙ্কে পাঠানো হয় ৷ অন্যদিকে, কিডনি আর প্লীহা সেদিনই আহমেদাবাদের ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এই শিশুর শরীরে প্রতিস্থাপন করা হয় ৷ পাশাপাশি লিভার পাঠানো হয় নয়াদিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স প্রতিষ্ঠানে ৷ জানা গিয়েছে ন'মাসের এক শিশুর শরীরে লিভার সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে ৷ আমেদাবাদের ইন্সটিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসক বিনীত মিশ্রা বৃহস্পতিবার জানিয়েছেন, কিডনি দুটি 13 বছর ও 15 বছরের কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে ৷

আরও পড়ুন: দেড় বছরের মাহিরার অঙ্গে প্রাণ ফিরে পেল দুই মুমূর্ষু

Last Updated :Oct 19, 2023, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.