ETV Bharat / entertainment

Nawazuddin on Cannes: 'নির্বাচিত না হলেও পয়সা দিয়ে অডিটোরিয়াম ভাড়া করা যায়', দাবি নওয়াজউদ্দিনের

author img

By

Published : May 26, 2023, 10:20 PM IST

ছবি নির্বাচিত না হলেও পয়সা দিয়ে অডিটোরিয়াম ভাড়া করা যায় কান চলচ্চিত্র উৎসবে ৷ সম্প্রতি এক ইন্টারভিউতে এমনই জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷

Nawazuddin on Cannes
কান নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

হায়দরাবাদ, 26 মে: 76তম কান চলচ্চিত্র উৎসব নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে ৷ এই ফিল্ম ফেস্টিভ্যাল ইতিমধ্য়েই এসে পৌঁছেছে শেষ পর্যায়ে ৷ এরই মাঝে নওয়াজউদ্দিন সিদ্দীকির এমন একটি মন্তব্য সামনে এল যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে ৷ সম্প্রতি কানের লাল গালিচায় ঝড় তুলেছেন একের পর এক সুন্দরী ৷ দেখানো হয়েছে দু'টি ভারতীয় ছবি ৷ একটি 'কেনেডি' আর অন্যটি 'আগ্রা' ৷ এবার নওয়াজ যে মন্তব্য করলেন তা এই ছবি এবং লাল গালিচা নিয়েই ৷

সম্প্রতি একটি ইন্টারভিউতে নওয়াজ বলেন, "আপনার ছবি অফিসিয়ালি কানের জন্য নির্বাচিত নাও হতে পারে ৷ তবে আপনি আপনার ছবি ওখানে নিয়ে যেতেই পারেন ৷ ওখানে কিছু অডিটোরিয়াম আছে, যেগুলো ভাড়া দেওয়া হয় ৷ অডিটোরিয়ামের মালিককে টাকা দিয়ে ছবি প্রদর্শনের ব্যবস্থা করা যায় ৷ রেড কার্পেটে নিজের লোকদের নিয়ে আসুন আর ছবি তুলুন ৷ আপনার নিজের লোকদেরই ছবিটি দেখান আর তারপর ফিরে এসে বলুন আমাদের ছবি কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।"

অনেকের মতে, এই বক্তব্যের মধ্য় দিয়ে সরাসরি অনুরাগ কাশ্যপকে বিঁধেছেন নওয়াজ ৷ কয়েকদিন আগেই কানে প্রদর্শিত হয়েছে 'কেনেডি' ৷ শুধু তাই নয় এই ছবিটি ইতিমধ্য়েই বেশ প্রশংসাও কুড়িয়েছে ৷ কানের প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকের কাছে বেশ লম্বা করতালি কুড়িয়েছে অনুরাগ পরিচালিত এই ছবি ৷ নওয়াজের মতে, কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া মানেই যে ছবি সুপার হিট হবে তার কোনও মানে নেই ৷ 2012 সালে প্রথমবার তাঁর ছবি 'মিস লাভলি' কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নেয় ৷

এরপর 'দ্য লাঞ্চবক্স', 'মান্টো' এবং 'মনসুন শুটআউট'-এর মতো ছবি মিলিয়ে আরও মোট আটবার কানে জায়গা করে নিয়েছে নওয়াজ উদ্দিনের ছবি ৷ সম্প্রতি অবশ্য় তাঁর 'আফওয়া' ছবিটি সেভাবে জায়গা করতে পারেনি বক্স অফিসে ৷ আর আজ মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'যোগিরা সা রা রা রা' ৷ এখন এই ছবি দর্শককে কতখানি আনন্দ দেয় সেটাই দেখার ৷

আরও পড়ুন:'বাংলাকে অপমান করা উদ্দেশ্য নয়, গবেষণা করে সত্য তুলে ধরেছি'; দাবি পরিচালক সনোজের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.