ETV Bharat / entertainment

The Diary of West Bengal: 'বাংলাকে অপমান করা উদ্দেশ্য নয়, গবেষণা করে সত্য তুলে ধরেছি'; দাবি পরিচালক সনোজের

author img

By

Published : May 26, 2023, 1:47 PM IST

Updated : May 26, 2023, 4:30 PM IST

বাংলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য নয় ৷ বরং গবেষণা করে তিনি সত্য তুলে ধরেছেন তাঁর ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে ৷ কলকাতা পুলিশের নোটিশ পাওয়ার পর এমনই দাবি করলেন ছবির পরিচালক সনোজ মিশ্র ৷

The Diary of West Bengal
The Diary of West Bengal

কলকাতা, 26 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের মাঝেই এ বার বাংলার রাজনীতিে নয়া বিতর্কের জন্ম দিল আসন্ন হিন্দি ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ৷ এই ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করা হয়েছে, এই অভিযোগে ইতিমধ্যেই ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে কলকাতা পুলিশ ৷ তাঁকে আগামী 30 মে হাজিরা দিতে বলা হয়েছে ৷ তবে পরিচালকের দাবি, বাংলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য নয় ৷ ভালোভাবে গবেষণার পরই এই ছবিতে প্রকৃত সত্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন সনোজ মিশ্র ৷

তিনি এ দিন বলেন, 2 বছর আগে থেকে তিনি বাংলার সমস্যাগুলি নিয়ে গবেষণা শুরু করেছিলেন ৷ তাঁর দাবি, বাংলার সামাজিক ব্যবস্থা কীভাবে ভেঙে পড়েছে, কীভাবে বেকারত্ব বাড়ছে সেটাই তিনি তাঁর ছবিতে তুলে ধরেছেন ৷ তুষ্টিকরণের রাজনীতির জন্যই বাংলায় এ সব হচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ তিনি যাবতীয় তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ছবিটি তৈরি করেছেন বলে দাবি করেছেন সনোজ মিশ্র ৷

  • #WATCH | Sanoj Mishra, director of the Hindi film "The Diary of West Bengal" speaks on the notice severed to him by the West Bengal police alleging that the director is trying to defame Bengal with this film, says, "My intention is not to malign the image of the state. We have… https://t.co/N00BlnwqOx pic.twitter.com/SOrakPdjCe

    — ANI (@ANI) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অভিযোগ, এই ছবি তৈরি করার জন্য তাঁর বিরুদ্ধে এমন ধারা আনা হয়েছে যাতে মনে হচ্ছে তিনি বড় অপরাধী ৷ তাঁর কথায়, "আমি আইনের উপর ভরসা রাখি ৷ বাংলার পুলিশ চাইছে আমাকে গ্রেফতার করতে ৷ জেলে আমার সঙ্গে অনেক কিছু করা হতে পারে ৷" এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ৷ তাঁর দাবি, কোনও রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি এই ছবি করেননি ৷ তিনি একজন পরিচালক ৷ আর বাংলার সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই, তাই তিনি বাংলার ভাবমূর্তি খারাপ করতে চেয়েছেন, এই অভিযোগ সঠিক নয় ৷

8 এপ্রিল এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ৷ জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী প্রযোজিত এই ছবিতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কলুষিত করার অভিযোগে ছবির পরিচালক সনোজ মিশ্রকে সিআরপিসি 41 (এ) ধারায় নোটিশ পাঠিয়েছে লালবাজার ৷ আগামী 30 মে আমহার্স্ট স্ট্রিট থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছে ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (উত্তর) তরুণ হালদার ইটিভি ভারতকে জানান, "একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমরা আমহার্স্ট স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করেছি । তদন্ত চলছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকে এই কয়েকদিনে প্রায় আড়াই লাখ দর্শক এটি দেখে ফেলেছেন ৷ ট্রেলারে বলা হয়েছে, স্বাধীনতা লাভের আগে ভারতের গর্ব ছিল পশ্চিমবঙ্গ ৷ কিন্তু বর্তমানে তুষ্টিকরণের রাজনীতির কারণে সেই বাংলা জ্বলছে ৷ ভোটব্যাংকের দিকে তাকিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ বাংলা এখন দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠেছে বলেও দাবি করা হয়েছে ট্রেলারে ৷ ট্রেলারে আনা হয়েছে রোহিঙ্গা ও এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও ৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের

Last Updated : May 26, 2023, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.