ETV Bharat / entertainment

Shami-Rashid at Fateh Set: বাইশ গজ ছেড়ে বলিউডে ? সোনু সুদের সিনেমার সেটে রশিদ-শামি

author img

By

Published : May 12, 2023, 5:57 PM IST

'ফতেহ'-এর শ্য়ুটিংয়ে হাজির হলেন আফগান তারকা রশিদ খান এবং ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ দু'জনের সঙ্গে ছবি শেয়ার করলেন সোনু সুদ ৷

Shami Rashid At Fateh Set
ফতেহ ছবির সেটে রশিদ খান মহম্মদ শামি

মুম্বই, 12 মে: সোনু সুদ এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'ফতেহ'-এর শ্য়ুটিং নিয়ে ৷ ছবিতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ৷ অ্য়াকশন প্যাকড এই থ্রিলার কবে পর্দায় আসবে তা জানতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শকেরা ৷ আর এবার সামনে এল আরও এক নতুন চমক ৷ 'ফতেহ'-এর সেটে দেখা মিলল দুই আক্রমণাত্মক বোলার ৷ একজন বিখ্য়াত তাঁর গতিময় গুগলি এবং লেগ স্পিনের জন্য় ৷ আর অন্য়জন বিখ্যাত তাঁর গতি আর স্যুইংয়ের জন্য় ৷ হ্য়াঁ আফগান তারকা রশিদ খান এবং ভারতীয় পেসার মহম্মদ শামির দেখা এদিন মিলল সোনুর নতুন ছবির সেটে ৷

সোনু নিজেই শুক্রবার শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে এই দুই তারকার সঙ্গে ৷ আইপিএলে শামি-রশিদ দু'জনেই খেলছেন গুজরাত টাইটন্সের হয়ে ৷ আর এবার ম্য়াচের ফাঁকে সোনুর সঙ্গে সময় কাটালেন তাঁরা ৷ রশিদও শেয়ার করেছেন এই ছবি এবং একটি ভিডিয়ো ৷ সেখানে তিনি লেখেন, 'ভাইজান খুব ভালো লাগল আপনাদের সঙ্গে দেখা করে ৷'

একেবারেই সাধারণ সাক্ষাৎ নাকি এর ভিতর রয়েছে অন্য কোনও রহস্য় তা অবশ্য় জানা যায়নি ৷ ছবিটি যে অ্য়াকশনে ভরপুর হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই ৷ এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে দেখা যাবে লি হুইটাকারকেও ৷ লি এর আগে 'জুরাসিক পার্ক 3', 'এক্স ম্যান'-এর মতো ছবিতে কাজ করেছেন ৷ আর এবার তাঁকে দেখা যাবে 'ফতেহ' ছবিতে ৷ সম্প্রতি এই হলিউডি তারকার সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন তিনি ৷

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বৈভব মিশ্র ৷ ছবিটি তৈরি হতে চলেছে এথিক্যাল হ্য়াকিংয়ের গল্প নিয়ে ৷ এর মূল লক্ষ্য অবশ্য়ই সাইবার ক্রাইমের একটি অন্যদিককে তুলে ধরা ৷ এই ছবিতে সোনু , জ্যাকলিন ছাড়াও রয়েছেন বিজয় রাজ এবং শিবজ্যোতি রাজপুতের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: বাগদানের তোড়জোড়? আলোর মালায় সাজানো হল পরিনীতির বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.