ETV Bharat / entertainment

Kantara OTT Release: কবে ওটিটি-তে আসছে 'কান্তারা', সামনে এল দিনক্ষণ ?

author img

By

Published : Nov 18, 2022, 1:56 PM IST

বক্স অফিস সাফল্য়ের নিরিখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে 'কান্তারা' (Kantara OTT Release)৷ এ বার ওটিটিতেও আসতে চলেছে এই ছবি ৷

Kantara OTT Release
কবে ওটিটি-তে আসছে 'কান্তারা', সামনে এল দিনক্ষণ?

হায়দরাবাদ,18 নভেম্বর: বক্স অফিস সাফল্য়ের নিরিখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে 'কান্তারা' ৷ মাত্র 14 কোটি টাকার বাজেটে নির্মিত একটি ছবি খুব সহজেই ঢুকে পড়েছে 200 কোটির ক্লাবে ৷ বলিউডের অনেক বিগ বাজেট ছবিও যখন মানুষের মন কাড়তে পারেনি সেই ক্ষেত্রে সফল এই কন্নড় ছবিটি ৷ ছবির অভিনেতা তথা পরিচালক ঋষভ শেট্টিও এখন সারা ভারতের সিনে অনুরাগীদের কাছে একটি পরিচিত নাম ৷ তাই এই ছবি নিয়ে কবে ওটিটিতে আসবেন তা নিয়েও ফ্যানেদের আগ্রহের শেষ নেই ৷ অবশেষে সামনে এল সেই দিনক্ষণ ৷ এ বার ওটিটিতে মুক্তি পাবে 'কান্তারা' (Kantara OTT Release)৷

'কান্তারা' এ বছরের অন্যতম হিট ছবি । সপ্তম গৌড়া অভিনীত ছবিটি আগে শুধুমাত্র কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল । কিন্তু দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর নির্মাতারা ছবিটি হিন্দি-সহ আরও বেশ কয়েকটি ভাষায় সামনে আনার ব্যবস্থা করেন ৷ এখন অবশ্য় সারা দেশ জুড়েই পরিচিত এই ছবির নাম ৷ প্রসঙ্গত উল্লেখ্য় যে, এর আগেও এই ছবির ওটিটি মুক্তি নিয়ে চর্চা হয়েছিল ৷ জানা গিয়েছিল 4 নভেম্বর আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই ছবি(Kantara on Amazon Prime Video ) ৷ কিন্তু তারপর এর তারিখ পিছিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: 'রাজুকে বদলানো অসম্ভব', 'হেরা ফেরি'তে অক্ষয়কে বাদ দেওয়া নিয়ে মত সুনীলের

সূত্রের খবর অনুযায়ী, আগামী 24 নভেম্বর ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি (Kantara OTT Release Date ) ৷ তবে নির্মাতাদের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি ৷ হোম্বালে ফিল্মসের অধীনে ছবিটি প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর। এই থ্রিলার এখন কবে ওটিটিতে আসে সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.