ETV Bharat / entertainment

বাংলার পর এবার ভারত জুড়ে 'কাবুলিওয়ালা' সাজে মন মাতাতে তৈরি মিঠুন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:30 PM IST

Kabuliwala Pan India Release: কলকাতায় ইতিমধ্যেই বিপুল সাফল্য পেয়েছে মিঠুন চক্রবর্তী এবং সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' ৷ এবার ভারত জুড়ে মুক্তি পেল এই ছবি ৷

Kabuliwala Will Release in Pan India on 29th December
কলকাতায় ইতিমধ্যেই বিপুল সাফল্য পেয়েছে মিঠুন চক্রবর্তী এবং সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'

কলকাতা, 29 ডিসেম্বর: কলকাতায় সফল 'কাবুলিওয়ালা' । শহর কলকাতা যখন 'ডাঙ্কি' জ্বরে ভুগছে, ঠিক তখনই মুখি পায় বাংলার দু'টি বহু প্রতিক্ষীত ছবি 'কাবুলিওয়ালা' এবং 'প্রধান'। ব্যবসার প্রসঙ্গে না গিয়ে জনগণের বয়ান অনুযায়ী বলা যায়, দু'টি ছবিকেই ভালোবেসেছে দর্শক । 'কাবুলিওয়ালা' মানুষকে নস্টালজিয়ায় নিমজ্জিত করেছে । মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ইমেজ দর্শকের মন মাতিয়েছেন । একইসঙ্গে মিনি হিসেবে অনুমেঘা কাহালিকে দেখেও আহ্লাদে আটখানা বাঙালি দর্শক । 29 ডিসেম্বর বাংলার দুর্দান্ত সাফল্যের পর ভারত জুড়ে মুক্তি পেল সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'।

ওদিকে দেবের 'প্রধান'ও কম যায় না । দু'টি ছবিই টিকিট কেটে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্কুশ হাজরা । 'ডাঙ্কি' আর 'সালার'-এর ভিড়ে 'প্রধান' আর 'কাবুলিওয়ালা'কে ভুলে না যাওয়ার আর্জি জানিয়েছিলেন অঙ্কুশ এবং জিতু কমল । জামশেদপুর, থানে, বেঙ্গালুরু, নয়দা, গুরগাঁও, মালার, ঘটকোপারের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন ছবিটি । মানসপটে কাবুলিওয়ালা হিসেবে ছবি বিশ্বাসের মুখ বসে থাকলেও মিঠুন চক্রবর্তী সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'তে নিজের জায়গা বুঝিয়ে দিলেন এবং জায়গা পাকা করে নিলেন ।

kabuliwala
কাবুলিওয়ালা সাজে ভারত জুড়ে হাজির মিঠুন

দর্শক প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মহাগুরুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন । একইসঙ্গে অনুমেঘা কাহালি থেকে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, কাঞ্চন মল্লিকের অভিনয়েও মুগ্ধ হয়েছে দর্শক । সেই সবের জোরেই ছবিটি মুক্তির মাত্র চারদিনের মধ্যে এক কোটি টাকা টাকার ব্যবসা করেছে । আগামিকাল নন্দনে এই ছবি দেখতে হাজির হবেন সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সুমন ঘোষ, আদিত্য বিক্রম সেনগুপ্ত-সহ আরও অনেকে ।

উল্লেখ্য, ছবিতে 'ভাব যদি' গানটি অনির্বাণ ভট্টাচার্যর লেখা। অরিজিৎ সিং-এর কণ্ঠে গাওয়া এই গানটি আজ হাজির হয়েছে এস ভি এফ মিউজিকের ইউটিউব চ্যানেলে । শ্রোতার হৃদয় আগেই জিতে নিয়েছে অরিজিৎ সিং-এর কণ্ঠে, ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে, অনির্বাণ ভট্টাচার্যর কথায় এই গানটি। আর এবার ইউটিউব চ্যানেলে মিলবে এই 'ভাব যদি'।

আরও পড়়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
  3. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.