ETV Bharat / entertainment

Jongole Mitin Mashi Trailer: মগজাস্ত্রের পাশাপাশি জমিয়ে অ্যাকশন! ট্রেলারে ডাবল ধামাকা নিয়ে হাজির কোয়েল

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 9:57 PM IST

মুক্তি পেল অভিনেত্রী কোয়েল মল্লিকের নতুন ছবি 'জঙ্গলে মিতিন মাসি' ছবির ট্রেলার ৷ আগামী পুজোতে মুক্তি পেতে চলেছে এই ছবিটিও ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে লড়াইয়ে নামবেন রঞ্জিত কন্যাও ৷

Jongole Mitin Mashi Trailer
মুক্তি পেল জঙ্গলে মিতিন মাসি ছবির ট্রেলার

কলকাতা, 2 অক্টোবর: গান্ধি জয়ন্তীর ছুটিতেই তাঁর নতুন ছবির ট্রেলার নিয়ে হাজির হলেন কোয়েল মল্লিক ৷ পুজোয় ফের একবার মিতিন মাসির অবতারে ধরা দেবেন তিনি ৷ অরিন্দম শীল পরিচালিত এই ছবির নাম 'জঙ্গলে মিতিন মাসি' ৷ সোমবার সামনে এল ছবির ট্রেলার ৷ ছবির ট্রেলার লঞ্চের কিছু মুহূর্তও এদিন সোশালে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ বাঙালি গোয়েন্দা প্রিয় জাতি ৷ ছবি দেখতে দেখতে মগজাস্ত্রে শান দেওয়ার একটু সুযোগ পেলে তাই তার পোয়া বারো ৷ পুজোতেও নির্মাতারা এমন একাধিক ছবি নিয়ে হাজির হতে চলেছেন ৷ যেখানে থাকবে রহস্যের ঠাস বুনোট ৷

সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার' ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি ৷ এই ছবিও আসতে চলেছে আগামী দুর্গা পুজোতেই ৷ আর এই ছবিতেও সৃজিত গল্প ফেঁদেছেন সিরিয়াল কিলিং নিয়ে ৷ পরতে পরতে যে রহস্য থাকবে 'দশম অবতার'-এ তারও আভাস মিলেছে ট্রেলারেই ৷ আর সেই ছবির সঙ্গে টেক্কা দিতেই এবার 'জঙ্গলে মিতিন মাসি' ছবির ট্রেলার নিয়ে হাজির অরিন্দম ৷

অরিন্দম এই ছবির কাহিনি গড়ে উঠেছে সুচিত্রা ভট্টাচার্যের উপন্য়াস অবলম্বনে ৷ কাহিনির কেন্দ্রে রয়েছে চোরা শিকার ৷ জঙ্গলের পশুদের মেরে তাদের চামড়া, দাঁত পাচার করে দেওয়ার ঘটনা ঘটে যায় আকছাড়ই ৷ পোচারদের এই চক্রকে বানচাল করতেই জঙ্গলে পাড়ি দেবেন মিতিন ৷ ছবিতে মগজাস্ত্রের ব্যবহার যেমন টানটান তেমন আগ্নেয়াস্ত্রের ব্যবহারও কম নেই ৷ আর তাই ট্রেলার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "গত তিন মাসে সারণ্ডার জঙ্গলে দু'টো হাতি মারা হয়েছে। চোরা শিকারিদের ধরতে ডাক পড়ল মিতিন মাসির !"

আরও পড়ুন: প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বর্য, ব়্যাম্পে বিগ বি নাতনি নভ্যাও

রক্তপাত থেকে শুরু করে ফাটাফাটি অ্যাকশন সবই থাকছে ছবিতে ৷ সম্প্রতি রহস্যের পাশাপাশি অ্যাকশন ছবির প্রতি ঝোঁক বেড়েছে বাঙালির ৷ পুরোদমে অ্যাকশন করতে দেখা গেল কোয়েলকেও ৷ ছবিতে কোয়েল ছাড়াও রয়েছেন অরিজিৎ দত্ত, রিয়া বনিক, শুভ্রজিৎ দত্তরাও ৷ আর 'জঙ্গলে মিতিন মাসি' প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্য়ামেলিয়া প্রোডাকশনস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.