ETV Bharat / entertainment

Jawan BO Collection: 'পাঠান' ছবির 50 দিনে তৈরি রেকর্ড 17 দিনেই ভেঙে দিতে পারে 'জওয়ান'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 1:31 PM IST

Updated : Sep 23, 2023, 1:53 PM IST

Jawan day 17 box office collection: 'পাঠান' ছবির 50 দিনের রেকর্ড 'জওয়ান' ভাঙতে চলেছে 17 দিনেই ৷ অ্যাটলি কুমারের এই ছবি শনিবারই পিছনে ফেলতে বছরের প্রথম সুপারহিট ছবিকে ৷ শনিবার ছবির আয় দাঁড়াতে পারে 12 কোটি টাকা ৷

Jawan BO Collection
পাঠানের রেকর্ড ভাঙতে পারে জওয়ান

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: নিজের রেকর্ড তিনি আগেও ভেঙেছেন ৷ 'জওয়ান' ছবি প্রথম দিনেই ভেঙেছিল 'পাঠান' ছবির রেকর্ড ৷ প্রথম দিনেই বক্স অফিসে 75 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ যা হিন্দি ছবির ইতিহাসে এক বিরাট রেকর্ড ৷ আর এবার আরও একটি বড় মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে রয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি ৷ স্যাকনিল্কের দাবি 17তম দিনে ভারতীয় বক্স অফিসে 'পাঠান'-কেও পিছনে ফেলে এগিয়ে যেতে পারে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

16তম দিনে অর্থাৎ শুক্রবার এই ছবির আয় নেমে এসেছিল সিঙ্গেল ডিজিটে ৷ কিন্তু শনিবার সেই আয় আবারও ডাবল ডিজিটে ফিরতে পারে ৷ আর একইসঙ্গে সিদ্ধার্থ আনন্দের ছবির আয়কেও ছাপিয়ে যেতে পারেন অ্যাটলি কুমার ৷ ট্র্যাকার রিপোর্ট বলছে শনিবার 12 কোটি টাকা ঘরে তুলতে পারে নিতে পারে 'জওয়ান' ৷ যার জেরে এই ছবির মোট আয় দাঁড়াতে পারে 544.98 কোটি টাকা ৷

ভারতীয় বক্স অফিসে মোট কত আয় করেছিল শাহরুখের কামব্যাক থ্রিলার 'পাঠান'? স্যাকনিল্ক বলছে এই ছবির ভারতে মোট আয় ছিল 540.51 কোটি টাকা ৷ আর এই 540 টাকার ব্যাবসা করতে প্রায় 50 দিন সময় লেগেছিল ছবিটির ৷ আর সেই রেকর্ড মাত্র 17 দিনেই ভেঙে গুঁড়িয়ে দিতে চলেছে 'জওয়ান' ৷ অ্যাটলির ছবি মুক্তির পরপরই সমালোচকরা দাবি করেছিলেন এই ছবির হাত ধরে আরও একবার নিজের রেকর্ড ভাঙবেন শাহরুখ খান ৷ তাঁদের সেই অনুমানই সত্যি হতে চলেছে ৷

আরও পড়ুন: হৃতিকের বাড়ির গণেশ পুজোয় হাজির সাবা

এই ছবিতে শাহরুখকে দেখা গিয়েছে নানান অবতারে ৷ হিরো থেকে ভিলেন, মিলিটারি ম্যান থেকে হাইজ্যাকার সব ধরনের অবতারেই নজর কেড়েছেন তিনি ৷ অনুরাগীরাও খুশি এই ছবি দেখে ৷ ছবিতে দেখা গিয়েছে সানয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, নয়নতারা এবং প্রিয়ামণিকেও ৷ এছাড়া ক্যামিয়ো চরিত্রে রয়েছেন সুনীল গ্রোভার ও দীপিকা পাড়ুকোনকেও ৷

Last Updated : Sep 23, 2023, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.