ETV Bharat / entertainment

Kajol Remarks on Politicians: 'অশিক্ষিত রাজনীতিবিদ' মন্তব্যে রোষের মুখে, ড্যামেজ কন্ট্রোলে তৎপর কাজল

author img

By

Published : Jul 9, 2023, 1:38 PM IST

রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কাজলের সাম্প্রতিক মন্তব্য টুইটারে ঝড় তুলেছে । তাঁর মন্তব্যের জন্য সোশাল মিডিয়ার ক্রোধের মুখে পড়তে হয়েছিল তাঁকে ৷ ড্যামেজ কন্ট্রোল করে কাজল জানালেন, কোনও রাজনৈতিক নেতাদের অবমাননা করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷

Kajol Remarks on Politicians
Kajol Remarks on Politicians

হায়দরাবাদ, 9 জুলাই: রাজনৈতিক নেতা ও তাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ৷ এ বার ড্যামেজ কন্ট্রোলে নামলেন বলিউডের অভিনেত্রী কাজল ৷ এই নিয়ে টুইট করে তিনি বোঝাতে চাইলেন যে, তাঁর মন্তব্যের ঠিক কী উদ্দেশ্য ছিল ৷

তাঁর আসন্ন কোর্টরুম ড্রামা 'দ্য ট্রায়াল'-এর প্রচারের সময় একটি সাক্ষাত্কারে তাঁর মন্তব্যটি স্পষ্ট করার চেষ্টা করেছেন কাজল ৷ তিনি জানিয়েছেন, যে রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি রয়েছে, তাঁদের ছোট করা বা অসম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷ পরিবর্তে, কার্যকরী নেতৃত্ব গঠনে শিক্ষার তাৎপর্যের উপর জোর দিতে চেয়েছিলেন তিনি ৷ নিজের টুইটার হ্য়ান্ডেলে এই নিয়ে করা পোস্টে কাজল বলেন, তাঁর মন্তব্য রাজনৈতিক নেতাদের ক্ষমতা বা কৃতিত্বকে ক্ষুণ্ণ করার জন্য নয় । তিনি রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাঁর উদ্দেশ্য ছিল শুধু শিক্ষার গুরুত্বকে উত্সাহিত করা ।

শনিবার টুইটারে কাজল মেনে নিয়েছেন যে, দেশে বেশ কয়েকজন 'মহান নেতা' আছেন ৷ কাজল লেখেন, "আমি শুধু শিক্ষা এবং এর গুরুত্ব সম্পর্কে একটি কথা বলেছিলাম । আমার উদ্দেশ্য কোনও রাজনৈতিক নেতাদের অবজ্ঞা করা ছিল না, আমাদের কিছু মহান নেতা আছেন, যাঁরা দেশকে সঠিক পথে পরিচালিত করছেন ।"

  • I was merely making a point about education and its importance. My intention was not to demean any political leaders, we have some great leaders who are guiding the country on the right path.

    — Kajol (@itsKajolD) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পরশুই আসছে জওয়ানের ট্রেলার, শাহরুখের ঘোষণা পোস্টে 15 মিনিটে 10 লক্ষ ভিউজ

এর আগে, একটি সাক্ষাত্কারে কাজল বলেছিলেন, "পরিবর্তন, বিশেষ করে ভারতের মতো একটি দেশে ধীরগতির । এটি খুবই ধীরগতির । কারণ আমরা আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত এবং আমাদের চিন্তার প্রক্রিয়ায় আটকে আছি ও অবশ্যই এটি শিক্ষার সঙ্গে সম্পর্কিত ।" তিনি আরও বলেন, "আমাদের রাজনৈতিক নেতারা আছেন যাঁদের শিক্ষার প্রেক্ষাপট নেই । আমি দুঃখিত, কিন্তু আমি বাইরে এটি বলতে যাচ্ছি । আমি নেতাদের দ্বারা শাসিত হচ্ছে, তাঁদের মধ্যে অনেকে আছেন, যাঁদের সেই দৃষ্টিভঙ্গি নেই, যা আমি মনে করি শিক্ষা আপনাকে দিতে পারে ৷ অন্তত একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি খোঁজার সুযোগ দিতে পারে ।"

কর্মক্ষেত্রে, নেটফ্লিক্স অ্যান্থলজি লাস্ট স্টোরিজ 2-তে দেখা যাবে কাজলকে ৷ তিনি কোর্টরুম ড্রামা ওয়েব সিরিজে দ্য ট্রায়াল - পেয়ার, কানুন, ধোকাতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ৷ পরবর্তীতে কৃতি স্যাননের প্রথম প্রযোজিত ফিল্ম দো পাত্তিতেও দেখা দেবেন কুছ কুছ হোতা হ্যায় স্টার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.