ETV Bharat / entertainment

Hema Malini Dance: রাধার সাজে রাস মহোৎসবে নৃত্য পরিবেশন, তাক লাগালেন 'ড্রিমগার্ল'

author img

By

Published : Nov 10, 2022, 5:21 PM IST

রাধার সাজে রাস মহোৎসবে নৃত্য পরিবেশন করলেন হেমা মালিনী ৷ কার্তিক পূর্ণিমায় (Kartik Purnima) তিনি নাচলেন রাধা রাস ভরি (Radha Ras Bhari)৷

Hema Malini performs 'Radha Ras Bhari' dance on Kartik Purnima
রাধার সাজে রাস মহোৎসবে নৃত্য পরিবেশন, তাক লাগালেন 'ড্রিমগার্ল'

মথুরা (উত্তর প্রদেশ), 10 নভেম্বর: বয়স তাঁর কাছে শুধুই একটা নম্বর (Hema Malini Dance)৷ সৌন্দর্য, নৃত্যশৈলী - দুটি ক্ষেত্রেই যে তিনি এখনও সবার 'ড্রিমগার্ল', তার আরও একবার প্রমাণ রাখলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী ৷ রাস মহোৎসবে অংশ নিলেন তিনি ৷ কার্তিক পূর্ণিমা উপলক্ষে 'রাধা রাস ভরি'র (Radha Ras Bhari) তালে কোমর দোলালেন হেমা ৷

ভারী গয়না এবং মেকআপ, সঙ্গে এথনিক পোশাক - মথুরার রাস মহোৎসবে হেমা মালিনী ধরা দিলেন দেবী রাধার রূপে ৷ তাঁর মোহময়ী লুক ও অসাধারণ নৃত্যের জাদুতে মন্ত্রমুগ্ধ হলেন দর্শকরা ৷ নৃত্য পরিবেশনের পাশাপাশি উপস্থিত দর্শকদের উদ্দেশে বক্তব্যও রাখেন তিনি ৷

Hema Malini performs 'Radha Ras Bhari' dance on Kartik Purnima
তাক লাগালেন 'ড্রিমগার্ল'

বলিউডের ড্রিমগার্ল বলেন, "আমি একটি রাধা রাস ভরি পরিবেশন করেছি, যা আমি আগে বৃন্দাবনে পারফর্ম করেছিলাম । কিন্তু আজ অন্যরকম উপলক্ষ । চাঁদের পটভূমিতে এমন রাস করার স্বপ্ন ছিল আমার ।" হেমা আরও বলেন, "এই রাসটি করার সময় আমি সেই দৃশ্যটি কল্পনা করেছি ৷ যখন রাধা কৃষ্ণ ঐতিহাসিক যুগে এই রাস করেছিলেন ।"

Hema Malini performs 'Radha Ras Bhari' dance on Kartik Purnima
রাধার সাজে হেমা

আরও পড়ুন: মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে আলিয়া

কথিত আছে, দ্বাপরযুগে শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমায় (Kartik Purnima) রাধা ও গোপীদের নিয়ে রাসলীলার সৃষ্টি করেছিলেন, যাকে বলা হয়ে থাকে মহারাস ৷ বিজেপি সাংসদ হেমা মালিনী জানিয়েছেন যে, নানা ব্যস্ততার মধ্যেও তিনি এই অনুষ্ঠানের জন্য রাসের সম্পূর্ণ থিম নিজে তৈরি করে প্রস্তুতি নিয়েছিলেন ৷ এটি হেমা মালিনীর প্রথম পারফরম্যান্স নয় ৷ এর আগেও তিনি 2015 এবং 2018 সালে নৃত্য পরিবেশন করেন ।

'ড্রিম গার্ল', 'শোলে', 'সপনো কা সওদাগর', 'সীতা অউর গীতা' এবং 'সত্তে পে সত্তা'-এর মতো বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করে সবার মন জয় করেছেন হেমা মালিনী ৷ চলচ্চিত্র জগতে অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.