ETV Bharat / entertainment

Gadar2 And Dream Girl 2 BO Collection: 3 দিনেই হিট 'ড্রিম গার্ল 2', 'শাহরুখকে হারিয়ে' বাজিমাত সানিরও

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 10:34 AM IST

Updated : Aug 28, 2023, 10:50 AM IST

হিন্দি ছবির নিরিখে সবচেয়ে দ্রুত 450 কোটির ক্লাবে ঢুকল 'গদর 2' ৷ অন্যদিকে, 3 দিনেই হিট তকমা পেয়ে গেল আয়ুষ্মানের 'ড্রিম গার্ল 2' ৷

PIC SRK Sunny taran Instagram
450 কোটির ক্লাবে গদর 2

হায়দরাবাদ, 28 অগস্ট: সিনে অনুরাগীদের জন্য এই উইক এন্ড যে দারুণ কাটল তা বলার অপেক্ষা রাখে না ৷ কিংখানের অনুরাগীরা হয়তো কিছুটা ভেঙে পড়বেন ৷ তবে সানি আর আয়ুষ্মানের ফ্যানেদের জন্য এই রবিবারটা ছিল আদর্শ ৷ প্রথমত, ফের একবার বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার 'পাঠান'কে হারিয়ে নতুন রেকর্ড গড়ল সানি-আমিশার 'গদর 2' ৷ হিন্দি ছবি হিসেবে ভারতে সবচেয়ে দ্রুত 450 কোটির ক্লাবে ঢুকে পড়ল অনিল শর্মার এই মেগা হিট ৷ অন্যদিকে, সানি সুনামির সামনেও রুখে দিল আয়ুষ্মান খুরাণার 'ড্রিম গার্ল 2' ৷ রিপোর্ট অনুযায়ী তিন দিনেই হিট ছবির তকমা পেয়ে গেল ছবিটি ৷

প্রথমে সানির নয়া মাইলস্টোন নিয়ে আলোচনা করে নেওয়া যাক ৷ স্যাকনিল্কের দাবি, রবিবার এই ছবি আয় করেছে 17 কোটি টাকা ৷ তার জেরে ভারতে 'গদর 2'-এর মোট আয় দাঁড়িয়েছে 456.95 কোটি টাকা ৷ আর এর জন্য ছবিটির সময় লেগেছে মাত্র 17 দিন ৷ এমনকী শাহরুখ খানের 'পাঠান'ও এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। কিং খানের ছবিরও এই মাইল ফলক ছুঁতে সময় লেগেছিল 18 দিন ৷

'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ছবিকেও পিছনে ফেলে একছত্র আধিপত্য দেখিয়েছে 'গদর 2' ৷ এখন দক্ষিণ ভারতের সিনেমার দেশজুড়ে রমরমা বাজার। ঠিক এমন সময় প্রভাস-যশদের রেকর্ড যেভাবে ভাঙলেন সানি তা সত্যিই দেখার মতো ৷ আর এতে বলিউডও যে নতুন অক্সিজেন পেল তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই ৷

আরও পড়ুন: মুক্তির আগেই 'জওয়ান' ঝড় ! অ্যাডভান্স বুকিংয়ে টিকিট শেষ 15 মিনিটেই

অন্যদিকে, আরেকটি ছবির কথা বলতেই হবে তা হল 'ড্রিম গার্ল 2' ৷ 2019 সালে ছবির প্রথম পর্বও সাড়া ফেলেছিল গোটা দেশজুড়ে ৷ আর এবার দ্বিতীয় পর্বটিও হিট ছবির তকমা ছিনিয়ে নিল তৃতীয় দিনেই ৷ বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে পরিচালক রাজ শাণ্ডিল্যর এই ছবিটি তৈরি হয়েছে মাত্র 35 কোটি টাকায় ৷ আর স্যাকনিল্ক বলছে, প্রথম উইক এন্ডেই বাজেটের টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, রবিবার এই ছবিটি আয় করেছে 16 কোটি টাকা ৷ তার জেরে ছবির মোট আয় দাড়িয়েছে 40.71 কোটি টাকায় ৷

Last Updated : Aug 28, 2023, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.