ETV Bharat / entertainment

Remembering Father of the Nation: স্বাধীনতার সাত দশক পরও প্রাসঙ্গিক 'গান্ধিগিরি', পথ দেখায় সেলুলয়েড

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 9:38 AM IST

Updated : Oct 2, 2023, 10:05 AM IST

Remembering Mahatma Gandhi
গান্ধিজির অহিংসাবাদ আজও প্রযোজ্য

সেলুলয়েডের পর্দায় গান্ধিজির আদর্শ কখনও কাঁদিয়েছে, আবার কখনও ভাবিয়েছে ৷ অহিংসার পথে থেকে কীভাবে জীবনে চলার পথকে সুগম করা যায়, তা শিখিয়েছেন তিনি ৷ আজ ফিরে দেখা যাক, তাঁর মতাদর্শের উপর তৈরি কিছু বিশেষ সিনেমা ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: স্বাধীনতা সংগ্রামের অহিংসার মূর্ত প্রতীক মোহনদাস করমচাঁদ গান্ধি ৷ 1869 সালের আজকের দিনে জন্মগ্রহন করেছিলেন জাতির জনক ৷ তাঁর জীবন শৈলী থেকে শুরু করে দেশপ্রেম আজও রক্তে শিহরণ তোলে ৷ তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক ৷ সেই ধারাকে সিনেমার পর্দায় বারবার তুলে ধরেছেন পরিচালকরা ৷ সেলুলয়েডের পর্দায় কখনও ধরা পড়েছে স্বাধীনতা আন্দোলনে গান্ধিজির অহিংসা নীতি। আবার কখনও ধরা পড়েছে তাঁর মূল্যবোধ, আদর্শ ৷ গান্ধিজির 154তম জন্মদিনে ফিরে দেখা যাক রূপোলি পর্দায় সেরা 'গান্ধিগিরি' ৷

নাইন আওয়ার্স টু রামা (1963)- গান্ধিজিকে হত্যা করার আগের ন'ঘণ্টা কী করেছিলেন নাথুরাম গডসে, তাই নিয়ে তৈরি হয়েছিল ব্রিটিশ ছবি নাইন আওয়ার্স টু রামা ৷ স্ট্যানলি ওলপার্টের লেখা বই থেকে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য ৷ পরিচালক মার্ক রবসন ৷ গান্ধিজির চরিত্রে অভিনয় করেন জেএস কাশ্যপ ৷

সর্দার (1993)- এই ছবির গল্প মূলত ছিল স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে ৷ পাশাপাশি গান্ধিজির সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের সম্পর্ক কেমন ছিল সেটাও তুলে ধরা হয় ৷ ছবিতে লৌহ পুরুষের চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। গান্ধিজির চরিত্রে দেখা যায় অন্নু কাপুরকে ৷

লগে রহো মুন্না ভাই (2006)- গান্ধিজির অহিংসা নীতি এখনকার দিনে সত্যিই কি অচল? উত্তর দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানি ৷ গান্ধিজির আদর্শ ও অহিংসা নীতিই ছিল এই ছবির সবচেয়ে বড় ঢাল ৷ বর্তমান প্রজন্ম শিখল গান্ধিগিরি আজও প্রাসঙ্গিক ৷ ছবিতে গান্ধিজির চরিত্রে অভিনয় করে দর্শক মনে ছাপ রাখেন অভিনেতা দিলীপ প্রভাভালকর ৷ মুন্না ভাইয়ের কথা আলাদা করে আর নাই বা বলা হল ৷

হে রাম (2000)- 1947 সালে দেশ ভাগ হয়। তারপরের বছর নাথুরাম গডসের হাতে খুন হন গান্ধিজি ৷ দেশের সেই উত্তাল সময়কে সিলভার স্ক্রিনে তুলে ধরেন কমল হাসান ৷ এই ছবি প্রযোজনা থেকে পরিচালনা এমনকী, চিত্রনাট্য লেখা ও অভিনয় করা, সবকিছুই করেছেন কমল হাসান ৷ এই ছবিতে গান্ধির ভূমিকায় দেখা যায় অভিনেতা নাসিরুদ্দিন শাহকে ৷

গান্ধি টু হিটলার (2011)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেন হিটলার ৷ সেই সময় হিংসা থামানোর অনুরোধ নিয়ে অ্যাডলফ হিটলারকে চিঠি লিখেছিলেন মহাত্মা গান্ধি ৷ সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই তৈরি হয় এই ছবি ৷ হিটলারের চরিত্রে দেখা গিয়েছিল রঘুবীর যাদবকে ৷ গান্ধিজির চরিত্র পর্দায় তুলে ধরেন অভিজিৎ দত্ত ৷ ছবিটি পরিচালনা করেন রাকেশ রঞ্জন ৷

গান্ধি, মাই ফাদার (2007)- এই ছবিতে তুলে ধরা হয়েছিল গান্ধিজির সঙ্গে তাঁর বড় ছেলে হিরালালের সম্পর্ককে ৷ দর্শন জরিওয়ালাকে দেখা যায় গান্ধিজির ভূমিকায় এবং অক্ষয় খান্নাকে দেখা যায় তাঁর ছেলের চরিত্রে ৷ ছবির পরিচালক ফিরোজ আব্বাস খান ৷

আরও পড়ুন: রূপোলি পর্দায় 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান, প্রকাশ্যে ট্রেলার

Last Updated :Oct 2, 2023, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.