ETV Bharat / entertainment

Ditipriya Suhotra New Series: আসছে নতুন সিরিজ 'ডাকঘর', রইল সব খবর

author img

By

Published : Feb 9, 2023, 12:26 PM IST

প্রেমের মাসেই আসছে দিতিপ্রিয়া-সুহোত্রর নতুন সিরিজ 'ডাকঘর' ৷ অফিসিয়াল পোস্টার শেয়ার করে তেমনটাই জানালেন নির্মাতারা (Web Series Dakghor is coming on 24 Feb) ৷

Ditipriya Suhotra New Series
আসছে দিতিপ্রিয়া সুহোত্রর নতুন সিরিজ ডাকঘর

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সিরিজের প্রচারটা একেবারে দারুণ ঢঙে করেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং সুহোত্র মুখোপাধ্য়ায় ৷ সুহোত্র দিতিপ্রিয়া তাঁদের প্রথম যে ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় তা দেখে অনেকেই ভেবেছিলেন হয়ত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা ৷ কিন্তু না-অভ্রজিৎ সেনের পরিচালনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'ডাকঘর' ৷ আর সেই সিরিজেই জুটি বাঁধতে চলেছেন দিতিপ্রিয়া-সুহোত্র ৷ সিরিজটি পর্দায় আসতে চলেছে এই প্রেমের মাসেই ৷ বুধবার প্রকাশ পেল অফিসিয়াল পোস্টার ৷

প্রেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল চিঠি ৷ একটা সময় চিঠি না-থাকলে প্রেমের বার্তা প্রেয়সীর কাছে পৌঁছে দেওয়া ছিল কার্যত অসম্ভব। কিন্তু ধীরে ধীরে এই চিঠির জমানা ফুরোতে বসেছে ৷ আর ঠিক সেসময় আসতে চলেছে এমন এক গল্প যেখানে হাগদার পোস্ট মাস্টার দামোদরের সঙ্গে প্রেম জমতে চলেছে মঞ্জরীর ৷ গ্রাম্য় কিশোরীর চরিত্রে আগেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া ৷ কখনও দেব 'আই লাভ ইউ' কখনও বা 'আয় খুকু আয়' ছবিতে তিনি ফুটিয়ে তুলেছেন প্রাণচ্ছ্বল গ্রাম্য় কিশোরীকে ৷ আবারও আসছে তাঁর এমনই এক অবতার ৷

দিতিপ্রিয়া-সুহোত্রর কাহিনি কীভাবে গড়ে উঠবে তার আভাস অবশ্য় মিলেছিল অ্যানাউন্সমেন্ট টিজারেই ৷ আর এবার অফিসিয়াল পোস্টারও জানিয়ে দিল 'ডাকঘর' আসছে আগামী 24 ফেব্রুয়ারি (Web Series Dakghor is coming on 24 Feb)৷ উঠে আসবে একটু অন্যরকম বাংলার গল্প ৷ হাকদা হয়তো আমাদের সময় ঘড়িতে কিছুটা পিছিয়ে যেতে বাধ্য় করবে ৷ তবে সবুজে ভরা গ্রাম আর সহজ সরল জীবনের ভিড়ে একটু অন্যরকম গল্প খুঁজে নিতে তৎপর নির্মাতারা ৷ আর তাই সিরিজের এই অফিসিয়াল পোস্টার শেয়ার করে তারা লিখেছেন, 'তোমার মনের জমিয়ে রাখা চিঠিগুলো পৌঁছে দিতে আসছে আমাদের পোস্টমাস্টার ৷'

ট্রেলারও খুব তাড়াতাড়ি সামনে আসছে এই সিরিজের তাও জানানো হয়েছে বুধবার ৷ ওটিটি মঞ্চ 'হইচই'-তে আসতে চলেছে এই সিরিজ ৷ দিতিপ্রিয়া-সুহোত্র দু'জনেই এখন বিনোদন জগতের বেশ পরিচিত মুখ ৷ সুহোত্র মুখোপাধ্যায় তো ইতিমধ্যেই বাংলা দুই পরিচিত গোয়েন্দা একেন্দ্র সেন এবং সত্যান্বেষী ব্যোমকেশের সহচর হিসাবেও কাজ করে ফেলেছেন ৷

আরও পড়ুন: আবার বিবাহ অভিযানে থাইল্যান্ড যাচ্ছেন অঙ্কুশ রুদ্র অনির্বাণরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.