ETV Bharat / entertainment

Celebs wish Chandrayaan 3: দেশজুড়ে চলছে প্রার্থনা, চন্দ্রযান 3 অভিযানের সাফল্য কামনা সেলিব্রিটিদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 3:35 PM IST

Celebs wish Chandrayaan 3
চন্দ্রযান 3 মিশনের সাফল্য কামনা সেলিব্রিটিদের

Celebrities wish Chandrayaan 3: বলিউডের অভিনেতা অনুপম খের, আর মাধবন, কান্তার পরিচালক ঋষভ শেঠি এবং অন্যান্য সেলিব্রিটিরা তাঁদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভারতের চন্দ্র অভিযানের জন্য প্রার্থনা করছেন ৷

হায়দরাবাদ, 23 অগস্ট: চন্দ্রযান 3-এর সঙ্গে আরেকটি মাইলফলক অর্জন করার দোরগোড়ায় ভারত ৷ চন্দ্রযান 3-এর সাফল্যের জন্য প্রার্থনা করছে গোটা দেশ ৷ বাদ যাননি সেলিব্রিটিরাও ৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে অভিনেতা রঙ্গনাথন মাধবন, প্রবীণ অভিনেতা অনুপম খের এবং কানতারা খ্যাত পরিচালক ঋষভ শেঠি ও লাবণ্য ত্রিপাঠির মতো সেলিব্রিটিরা এই চন্দ্র অভিযানে গর্বিত ভারতীয় হিসাবে শুভেচ্ছা জানিয়েছেন ইসরোকে ৷

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চপ্যাড থেকে তাদের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান 3-এর যাত্রা শুরু করেছে । উৎক্ষেপণ সফল হয়েছিল, সফরও এখনও পর্যন্ত সফল ৷ আর সবশেষে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ ৷ আজ চাঁদে অবতরণ ৷ চন্দ্রযান-3 মিশনের ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে বিক্রম সারাভাইয়ের নামে ।

চন্দ্রযান-3-এর কার্যক্রম সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে লাইভ-স্ট্রিম করা হবে ৷ কারণ ভারত চন্দ্রের দক্ষিণ মেরুতে বসতি স্থাপনকারী প্রথম দেশ হয়ে উঠতে চলেছে । আজ চাঁদে চন্দ্রযান 3-এর অবতরণ চাক্ষুস করার আশায় সেলিব্রিটি-সহ সমগ্র দেশে গর্ব ও উত্তেজনায় ফুটছে । অনুপম খের, আর মাধবন, ঋষভ শেঠি, লাবণ্য ত্রিপাঠী এবং অন্যান্য তারকারা চাঁদের এই অভিযানের জন্য গোটা টিমকে শুভকামনা জানিয়েছেন ।

  • Dear scientists, staff, technicians and everyone at @isro! 140 crore Indians in India and millions of Indians all over the world are already looking up at the #Moon with prayers in their hearts and hope in their eyes for #Chandrayaan_3 to proudly land. Thanks in advance for… pic.twitter.com/0kY8KksmDj

    — Anupam Kher (@AnupamPKher) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ অভিনেতা অনুপম খের টুইটে লিখেছেন, "প্রিয় বিজ্ঞানী, কর্মী, প্রযুক্তিবিদ এবং ইসরোর সকলে ! ভারতে 140 কোটি ভারতীয় এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভারতীয় ইতিমধ্যেই তাঁদের হৃদয়ে প্রার্থনা এবং আশা নিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছেন, চন্দ্রযান 3-এর অবতরণ গর্বের সঙ্গে চাক্ষুস করবেন বলে । ভারতীয় হওয়ার অর্থ কী, তা উদযাপন করার জন্য আমাদের একটি দুর্দান্ত কারণ উপহার দেওয়ায় অগ্রিম ধন্যবাদ । জয় হিন্দ !!"

অভিনেতা আর মাধবন নাম্বি নারায়ণকে অভিনন্দন জানিয়ে চন্দ্রযান 3-এর অবতরণের আনন্দ ভাগ করে নিয়েছেন ৷ নাম্বি নারায়ণ একজন প্রাক্তন বিজ্ঞানী যাঁর অনুপ্রেরণায় তৈরি হয় রকেট্রি চলচ্চিত্রটি । মাধবন লেখেন, "চন্দ্রযান-3 নিরঙ্কুশ সফল হবে - আমার কথাগুলি চিহ্নিত করুন ৷ আপনাদের দুর্দান্ত সাফল্যের জন্য অগ্রিম অভিনন্দন ইসরো । আমি খুব খুশি এবং গর্বিত ৷ নাম্বি নারায়ণকেও অভিনন্দন ৷"

  • Chandrayaan-3 WILL BE ABSOLUTE SUCCESS —- MARK MY WORDS . Congratulations @isro .. IN ADVANCE .. on this spectacular success .. I AM SO SO HAPPY AND PROUD … congratulations to @NambiNOfficial too .. Vikas engine delivers yet once again during the launch.…

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাঁদ থেকে চন্দ্রযান 3-এর ছবি দেখে আনন্দ প্রকাশ করেছেন ঋষভ শেঠিও ৷ তিনি টুইটারে লেখেন, "ভারতের জন্য আরেকটি মাইলফলক, এবং আমি এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হতে পেরে আনন্দিত ৷ আসুন আমরা সবাই ল্যান্ডার বিক্রমের নিরাপদ অবতরণের জন্য প্রার্থনা করি ৷"

লাবণ্য ত্রিপাঠীও এই মিশনে গর্ব প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: চন্দ্রযান-3 মিশনে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদে গিয়ে কী কাজ করবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.