ETV Bharat / entertainment

Behala Classical Festival: বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যালে হাজির থাকবেন বিক্রম ঘোষ, রাহুল শর্মারা

author img

By

Published : Jan 2, 2023, 9:13 PM IST

একাদশতম 'বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল' শুরু হতে চলেছে ৷ হাজির থাকবেন পণ্ডিত বিক্রম ঘোষ, শশাঙ্ক সুব্রমনিয়াম, সত্যজিৎ তলওয়ালকর-সহ আরও অনেকে ৷ 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত চলবে শাস্ত্রীয় সঙ্গীতের এই উৎসব (Behala Classical Festival Will Start From 7th January )৷

Etv Bharat
একাদশতম বর্ষে 'বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল'

কলকাতা, 2 জানুয়ারি: শুরু হতে চলেছে একাদশতম 'বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল'(11th Behala Classical Festival )। শাস্ত্রীয় সঙ্গীতকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উৎসবের আয়োজন হয়ে আসছে প্রতি বছর ৷ অনুষ্ঠানে এর আগে হাজির হয়েছেন হরিপ্রসাদ চৌরাশিয়া, বেগম পারভিনের মতো কৃতি মানুষেরা ৷ এই উৎসব চলবে আগামী 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত । বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে বসবে এই শাস্ত্রীয় সঙ্গীতের আসর (Behala Classical Festival)।

শীতের শুরুতে একদিকে যেমন চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকে বাঙালিরা ৷ তেমনই এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের জন্যও অপেক্ষায় থাকেন সঙ্গীত প্রিয় মানুষেরা । 7 জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন সন্তুরবাদক রাহুল শর্মা ৷ এছাড়া শোনা যাবে সত্যজিৎ তলওয়ালকরের তবলার লহড়া , উদয় ভাওয়ালকরের কন্ঠসঙ্গীত এবং প্রতাপ আওয়াদের পাখোয়াজের বোল । 8 জানুয়ারি ভারতী প্রতাপের কন্ঠসঙ্গীত, শশাঙ্ক সুব্রমনিয়ামের বাঁশি এবং রামানামূর্তির মৃদঙ্গমের তালে জমে উঠবে আসর। 9 জানুয়ারি থাকছে সজ্ঞিব অভয়নকরের কন্ঠসঙ্গীত, মজুনাথ এবং মাইসোর নাগরাজের বেহালা । 10 জানুয়ারি পূর্বায়ন চট্টোপাধ্যায়ের সেতার, ওজাস আধিয়ার তবলার বোল এবং বসন্ত কাবরার সরোদের ঝংকারের পাশাপাশি থাকছে পণ্ডিত বিক্রম ঘোষের তবলা পরিবেশনার অনুষ্ঠান(Behala Classical Festival Will Start From 7th January ) ।

আরও পড়ুন: তুনিশার মা ও সঞ্জীবের বিরুদ্ধে পালটা অভিযোগ শিজানের পরিবারের

এবারের জীবনকৃতি সম্মান প্রদান করা হবে বিশিষ্ট তবলাবাদক পন্ডিত স্বপন চৌধুরিকে । বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর সম্পাদক সন্দীপন বন্দোপাধ্যায় এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে বলেন," গত দশ বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের এই বাৎসরিক অনুষ্ঠান । এবছর জীবনকৃতি সম্মান প্রদান করা হবে পণ্ডিত স্বপন চৌধুরীকে । এর আগে এই সম্মান প্রদান করা হয়েছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, বেগম পারভিন সুলতানা, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়-এর মতো আরও অনেক বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের। ভালো লাগছে করোনা কালের খারাপ দিনগুলো পিছনে ফেলে আমরা আবার এই অনুষ্ঠানে এক হতে পারছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.