ETV Bharat / entertainment

Anu Malik in Super Singer: সুপার সিঙ্গারের মঞ্চে এই সপ্তাহে অনু মালিক

author img

By

Published : Mar 10, 2023, 10:57 AM IST

'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এবার আসতে চলেছেন সুরকার অনু মালিক ৷ গতবারের মতো এবারও প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হচ্ছেন সুরকার (Anu Malik in Super Singer Special Episode)৷

Etv Bharat
সুপার সিঙ্গারের মঞ্চে দেখা যাবে অনু মালিককে

কলকাতা, 10 মার্চ: 'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে আবারও হাজির নতুন চমক । আগের সপ্তাহেই বসন্ত উৎসব ঘিরে স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন রুকমা রায়, অভিষেক বসু এবং লগ্নজিতা চক্রবর্তী । আর এই সপ্তাহে আসতে চলেছেন বলিউডের অতিথি ৷ চলতি সপ্তাহে প্রতিযোগীদের উৎসাহ দিতে সুপার সিঙ্গারের মঞ্চে হাজির থাকবেন টিনসেল টাউনের বিশিষ্ট সুরকার অনু মালিক । শুধুমাত্র উৎসাহ প্রদানই নয়, চ্যানেল সূত্রে জানা গিয়েছে প্রতিযোগীদের সঙ্গে গানও গাইবেন অনু (Anu Malik in Super Singer Special Episode)।

গত বছরেও সুপার সিঙ্গারের মঞ্চে হাজির হন অনু মালিক । সেই পর্বে নিজেরই জনপ্রিয় গান 'উঁচি হ্যায় বিল্ডিং' গান দিয়ে শুরু করেন বিশেষ পর্ব । নাচে-গান আড্ডায় জমে উঠেছিল সেই বিশেষ পর্ব । ওইদিন তিনি এ রাজ্যের সংস্কৃতি প্রসঙ্গে বলেন, "পশ্চিমবঙ্গ খুব সুন্দর একটি রাজ্য। এখানকার মানুষজন থেকে শুরু করে খাবার-দাবার, সংস্কৃতি সবই অনবদ্য । আমি বাঙালিদের সংস্কৃতির প্রেমে মজে আছি । এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে ।"

আর এবার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত অনু মালিক ৷ তিনি জানান, বাংলার সুর এত সুন্দর, বাংলার গায়ক গায়িকা এত প্রতিভাবান যে তিনি সব দেখে সত্য়িই মুগ্ধ ৷ তিনি নিজেই এই শোয়ের অংশ হতে চেয়েছিলেন ভীষণভাবে তাও এদিন অকপটে স্বীকার করেন অনু ৷ এবারের সুপার সিঙ্গারের মঞ্চে কী হতে চলেছে তা নিয়ে দর্শকের আগ্রহ কম থাকবে না তা বলাই বাহুল্য । বিচারকের আসনেও রয়েছেন তাবড় তাবড় শিল্পীরা। মোনালি ঠাকুর, শান এবং রূপম ইসলামের চুলচেরা বিচারে বিচার পাচ্ছেন প্রতিযোগীরা ।

আরও পড়ুন: শুভদৃষ্টি থেকে মালাবদল মোহর দুর্নিবারের বিয়ের মধ্যমণি বুম্বাদা

এবারের প্রতিযোগিতা আরও অনেকবেশি কঠিন হবে তা আগেই জানিয়েছিলেন রূপম । সুর, তাল, লয়, ছন্দের পাশাপাশি এবার জোর দেওয়া হচ্ছে প্রতিযোগীদেরী ভঙ্গিমা এবং অভিব্যক্তির উপরেও । অনু মালিককে ঘিরে তৈরি 'সুপার সিঙ্গার' সিজন ফোরের বিশেষ পর্ব সম্প্রচারিত হবে 11 এবং 12 মার্চ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.