ETV Bharat / entertainment

750 কোটির ঘরে 'অ্যানিম্যাল', বক্স অফিসে সাফল্যের দৌড় জারি রণবীরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 7:39 PM IST

Animal box office collection day 12
দ্বিতীয় মঙ্গলবারেও অব্যহত রণবীরের জয়যাত্রা

Animal Worldwide Box Office Collection: 750 কোটির গণ্ডি পার করে ফেলল রণবীর কাপুর-রশ্মিকা মন্দানার নতুন ছবি 'অ্যানিম্যাল' ৷ ভারতেও 500 কোটির ক্লাবে ঢুকে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এই ছবি ৷

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: দ্বাদশ দিনে পা রাখল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ৷ রণবীর কাপুরের এই ছবি বক্স অফিসে এখনও এগিয়ে চলেছে অশ্বমেধের ঘোড়ার মতোই ৷ দ্বিতীয় মঙ্গলবারের ছবির আয় দাঁড়িয়েছে 13 কোটি টাকা ৷ এমনটাই দাবি করা হয়েছে স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট ৷ এর আগে সোমবারে 13.8 কোটি টাকা আয় করেছিল 'অ্যানিম্যাল' ৷ রণবীর কাপুর-রশ্মিকা মন্দনার রসায়ণ, দাপুটে অ্যকশন সিকোয়েন্স, ক্রাইম এবং রোমাঞ্চ হলে রীতিমতো শোরগোল ফেলছে ৷ নজর কেড়েছেন তৃপ্তি ডিমরিও ৷ 'কলা'র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ৷ এবার আদ্যপান্ত একটি কমার্শিয়াল ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করলেন তৃপ্তি ৷

12 দিনের আয়ের নিরিখে ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে 458.12 কোটি টাকা ৷ বিশেষজ্ঞদের দাবি, এই সপ্তাহের শেষেই 500 কোটির ক্লাবে ঢুকে পড়বে রণবীরের এই ব্লকবাস্টার ৷ যদিও প্রভাসের 'সালার' এবং শাহরুখ খানের 'ডানকি' ছবিটিও হলে আসতে চলেছে চলতি মাসের শেষেই ৷ 'ডানকি' ছবিটি মুক্তি পাবে আগামী 21 ডিসেম্বর ৷ আর 22 ডিসেম্বর মুক্তি পাবে 'সালার' ৷

'পাঠান', 'গদর 2', 'জওয়ান'-এর পর চতুর্থ হিন্দি ছবি হিসাবে এবছর বক্স অফিসে 500 কোটি ছুঁতে চলেছে 'অ্যানিম্যাল' ৷ আর গ্লোবাল কালেকশনের কথা বললে তো ইতিমধ্যেই 750 কোটিও ছাপিয়ে গিয়েছে রণবীরের নতুন ছবির আয় ৷ এর আগে তাঁর অভিনয় জীবনে কখনও এত বড় সাফল্য পাননি রণবীর ৷ রাজকুমার হিরানির সঙ্গে তাঁর 'সঞ্জু' ছবিটি হিট করেছিল ঠিকই তবে সে ছবিও 700 কোটির ক্লাবে ঢুকতে পারেনি ৷ এই ছবির আয় ছিল 590 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বলিউডের জন্য়ও এটা একটা দারুণ বছর ৷ 'পাঠান', 'জওয়ান' দু'টি ছবিই এবছর বক্স অফিসে 1000 কোটির বেশি আয় করেছে ৷ হিন্দি ছবির ক্ষেত্রে এবছর বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে 'অ্যানিম্যাল' ৷ ছবির কাহিনি তৈরি হয়েছে বাবা আর ছেলের এক জটিল সম্পর্কের ওপর ভিত্তি করে ৷ শৈশব যদি বিকৃত হয় তাহলে কীভাবে তা প্রভাব ফেলে একটি মানুষের ওপর তা তুলে ধরে এই ছবি ৷ ছবি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ ছবিতে নারী চরিত্রগুলিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে শোরগোল ৷ তবে বিতর্কের মাঝেও বেশ সফল এই ছবি ৷

আরও পড়়ুন:

  1. 'আমার বিপ্লবী চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই', দাবি কঙ্গনার
  2. 29তম চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত অঞ্জনের 'চালচিত্র এখন', সম্মানিত হলেন আর কারা?
  3. প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.