ETV Bharat / entertainment

Angad Bedi on Bishan Singh Bedi: 'তোমায় খুব মিস করছি' প্রয়াত বাবাকে স্বর্ণপদক উৎসর্গ করলেন অঙ্গদ বেদী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 5:24 PM IST

Angad Bedi on Bishan Singh Bedi
প্রয়াত বাবাকে স্বর্ণপদক উৎসর্গ করলেন অঙ্গদ বেদী

ওপেন ইন্টারন্যাশানাল মাস্টারস 2023 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর বাবার বিষণ সিং বেদীর উদ্দেশে সেই পদক উৎসর্গ করলেন অঙ্গদ বেদী ৷ 400 মিটার দৌড়ে সোনা জিতে নেন অঙ্গদ ৷

হায়দরাবাদ, 28 অক্টোবর: দুবাইয়ে ওপেন ইন্টারন্যাশানাল মাস্টারস 2023 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জেতা সোনার পদক প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন অঙ্গদ বেদী ৷ অঙ্গদ মূলত পরিচিত অভিনেতা হিসাবেই ৷ পাশাপাশি ক্রীড়াবিদ হিসাবেও তাঁর সুনাম রয়েছে ৷ সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তি স্পিনার বিষণ সিং বেদী ৷ সোমবার তাঁর উদ্দেশেই স্বর্ণপদক উৎসর্গ করেন অঙ্গদ ৷

প্রতিযোগিতায় 400 মিটার দৌড়ে সোনার পদক জয় করেন অঙ্গদ ৷ দৌড় প্রতিযোগিতার কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "আমার কাছে এই স্বর্ণ পদকটি সর্বদা অমূল্য হয়ে থাকবে ৷ ধন্যবাদ বাবা আমার পাশে থাকার জন্য় ৷ তোমায় খুব মিস করছি ৷" ক্রিকেট কোচিং জীবনেও বারবার ফিটনেসের ওপর জোড় দিতেন বিষণ ৷ সেই ক্রীড়াপ্রেমের উত্তরাধিকার বহন করে নিয়ে চলেছেন পুত্র অঙ্গদও ৷ শুধু বাবা নয় স্ত্রী নেহা ধুপিয়া এবং তাঁর কোচ মিরান্দা ব্রিংসটনকেও এদিন ধন্যবাদ দিয়েছেন তিনি ৷

বিশেষত কোচ মিরান্দাকে জীবনের কঠিন দিনগুলিতে দৃঢ়তার সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অঙ্গদ ৷ প্রতিযোগিতার পর সাংবাদিক বৈঠকেও বাবার কথা উল্লেখ করেন অভিনেতা ৷ তিনি জানান, বাবার প্রজ্ঞা ও নীতিশিক্ষা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে ৷ বাবা ছিলেন তাঁর পথপ্রদর্শক ৷ আজও বাবার উত্তরাধিকার বয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর তিনি ৷

দিনকয়েক আগেই 77 বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি স্পিনার ৷ ভারতের হয়ে বাঁ-হাতের জাদুতে ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়া ভয়ঙ্কর এই স্পিনার মাঠের বাইরে ছিলেন একেবারে অন্য মানুষ ৷ তাঁর বিনম্র স্বভাব আর নিষ্ঠার কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন কপিল দেব-সচিন তেন্ডুলকররা ৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন 22 গজের এই বর্ষীয়াণ যোদ্ধা ৷ গত 23 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

আরও পড়ুন: সম্মানিত শ্রীকান্ত রায়! 'জুবিলি'র জন্য পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, অঙ্গদ ক্রীড়া জগত এবং সিনেমা দুই ক্ষেত্রেই একের পর এক কাজ করছে চলেছেন ৷ এর আগে বছরের শুরুতেও মুম্বইয়ের একটি স্পোর্টিং ইভেন্টে রূপো জয় করেন তিনি ৷ অন্যদিকে আবার আর বাল্কি পরিচালিত 'ঘুমর' ছবিতে অভিনয়ও করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.