ETV Bharat / entertainment

Prosenjit Chatterjee: সম্মানিত শ্রীকান্ত রায়! 'জুবিলি'র জন্য পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:28 AM IST

Updated : Oct 30, 2023, 10:43 AM IST

চলতি বছরেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি' ৷ দর্শকদের মধ্যেও প্রবল সাড়া ফেলেছে সিরিজটি ৷ সেই সিরিজের হাত ধরে এল বিশেষ সম্মান ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 30 অক্টোবর: অভিনয় জীবনের সুদীর্ঘ পথ পেরিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হয়ে উঠেছেন বাঙালির প্রিয় 'বুম্বাদা'। অর্জনের সম্ভারও বিরাট। একাধিক সুপারহিট ছবির পাশাপাশি পেয়েছেন অসংখ্য পুরস্কার। চলতি বছরে হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি' দিয়ে পথ চলা শুরু করেছেন বিনোদনের এই নয়া দুনিয়ায়। এবার 'জুবিলি'র শ্রীকান্ত রায় পেলেন বিশেষ সম্মান। রবিবার গভীর রাতে সোশাল মিডিয়ায় 'ওটিটি প্লে' পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেছেন বুম্বাদা। পাশাপাশি ফেসবুকে নিজের কভার পিকও বদলেছেন অভিনেতা। এখন সেখানেও দেখা দিচ্ছেন 'শ্রীকান্ত রায়'।

'বেস্ট সাপোর্টিং অ্যাক্টর'-এর খেতাব জিতলেন নায়ক। এই সিরিজে তাঁর চরিত্রের নাম শ্রীকান্ত রায়। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্ত, নন্দীশ সান্ধু এবং রাম কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

'জুবিলি' স্বাধীনতা পরবর্তী ভারতীয় সিনেমার উষালগ্নের একটি কাব্যিক গল্প ৷ দশ পর্বের এই সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে এক চিত্র পরিচালকের চরিত্রে ৷ এখানে শ্রীকান্ত রায় তিনজন নবগত তরুণকে সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন ৷ এই তিনজন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিতে চায় ৷ তাদের অ্যাক্টার থেকে স্টার তৈরি করতে চাইছেন শ্রীকান্ত। পথে আসছে নানা বাধা। বারবার জিতছেন তিনি। কখনও হেরে যাচ্ছেন। শুধু তাই নয়, সিনেমার প্রযোজনা করতে গিয়ে সর্বশান্তও হতে হয়েছে তাকে। শুরু হয়েছে ফিরে আসার লড়াই। ভেঙেছেন কিন্তু শেষ হয়ে যাননি।

তাছাড়া সিনেমায় জায়গা করতে গিয়ে তরুণ অভিনেতাদের মধ্যে একজন পরিচালকের স্ত্রীর সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়ছেন ৷ সেই সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে ঈর্ষা থেকে শুরু করে বিশ্বাসঘাতকতা। সেই সব ঘটনাই তুলে ধরা হয়েছে সিরিজটিতে। সিরিজটি আসার আগে নির্মাতাদের দাবি ছিল, অমিত ত্রিবেদী যে গান লিখেছেন এবং বিক্রমাদিত্য যে সৃজনশীলতার নজির রেখেছেন তা দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে সিনেমার স্বর্ণযুগে।


আরও পড়ুন: কলকাতায় টিম 'জুবিলি', ফোটোশুটে মাতলেন সিরিজের কলাকুশলীরা

Last Updated : Oct 30, 2023, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.