ETV Bharat / entertainment

Pregnancy before Wedding: আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন

author img

By

Published : Nov 6, 2022, 4:11 PM IST

বিয়ের সাত মাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)৷ তাঁর আগে নেহা ধুপিয়া (Neha Dhupia), নীনা গুপ্তা-সহ আরও অনেকে বিয়ের আগেই গর্ভধারণ করেছেন (Pregnancy before Wedding)৷

Alia Bhatt to Neha Dhupia, celebrities who embraced pregnancy before their wedding
আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন

মুম্বই, 6 নভেম্বর: ভাট ও কাপুর বংশে এসেছে নতুন অতিথি ৷ আনন্দের জোয়ারে ভাসছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Alia Bhatt) পরিবার ৷ আলিয়া নিজে ইনস্টাগ্রামে খবর দিয়েছেন যে, তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন (Pregnancy before Wedding)৷ 14 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণলিয়া ৷ আর গত জুন মাসে তাঁরা ঘোষণা করেন যে, শিগগিরই তাঁদের কোলে আসছে সন্তান ৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে নানা চর্চা, হিসেব-নিকেশ ৷ আর বিয়ের সাত মাসের মধ্যেই মাতৃত্বের স্বাদ পেলেন মহেশ ভাটের কন্যা ৷ তবে শুধু আলিয়া নন, সেলিব্রিটিদের মধ্যে বিয়ের আগেই গর্ভধারণের নজির আরও অনেকের রেখেছেন ৷ নেহা ধুপিয়া থেকে সারিকা, আর কারা রয়েছেন সেই তালিকায় ?

আলিয়া ভাট

14 এপ্রিল তাঁর প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট ৷ 27 জুন তিনি মজার ছবি পোস্ট করে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন । আর বিয়ের সাত মাসের মধ্যে, 6 নভেম্বর একটি ফুটফুটে কন্যাসন্তানকে স্বাগত জানালেন রণলিয়া ৷ একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, তাঁর কোলে এসেছে একটি ম্যাজিকাল কন্যা ৷

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া (Neha Dhupia) 2018 সালের মে মাসে চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলে সবাইকে অবাক করে দিয়েছিলেন ৷ প্রায় এক মাস পর অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর গর্ভধারণের কথা ঘোষণা করেন ৷ বিয়ের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ।

নীনা গুপ্তা

বলিউডের আর এক দাপুটে অভিনেত্রী নীনা গুপ্তার (Neena Gupta) প্রথম কন্যা মাসাবা গুপ্তা । তাঁর বাবা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস ৷ যদিও নীনা তাঁর মেয়েকে সিঙ্গল মাদার হিসেবে বড় করেছেন ৷ বিবাহবন্ধনে আবদ্ধ না হয়েও সন্তানকে স্বাগত জানানোর পক্ষে বারবার জোরালো সওয়াল করতে দেখা গিয়েছে এই স্পষ্টবাদী অভিনেত্রীকে ৷

সারিকা

অভিনেত্রী সারিকা প্রথমবার গর্ভবতী (শ্রুতি হাসান) হন কমল হাসানকে বিয়ে করার বছর দুই আগেই ৷ তৎকালীন সময়ে স্টিরিয়োটাইপ ধারার বাইরে বেরিয়ে দৃপ্ত এমন পদক্ষেপ খুব কম অভিনেত্রীই করেছেন ৷

আরও পড়ুন: কোল আলো করে এসেছে ম্যাজিকাল কন্যা, ঘোষণা আলিয়ার

নাতাশা স্ট্যানকোভিচ

অভিনেত্রী-মডেল নাতাসা স্ট্যানকোভিচ বর্তমানে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার স্ত্রী ৷ তিনিও বিয়ের আগে গর্ভধারণ করেছিলেন । 2020 সালের নতুন বছরে তাঁদের প্রমোদতরীতে বাগদানের কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.