ETV Bharat / entertainment

Alia Bhatt: শ্যুটিং শেষে রণবীরের 'চান্না মেরে আ'-য় কোমর দোলালেন আলিয়া

author img

By

Published : Jul 26, 2022, 7:10 PM IST

করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ সেটে শেষ দিনে আলিয়াকে 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা এখন রীতিমতো ভাইরাল নেট পাড়ায় ৷

Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani
করণের ছবির শ্যুটিং শেষে রণবীরের 'চান্না মেরে আ'-য় কোমর দোলালেন আলিয়া

মুম্বই, 26 জুলাই: করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি সুন্দর ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেছেন পরিচালক করণ জোহর ৷ ক্লিপটিতে দেখা যায় সেটে তাঁর শেষ দিনটি পুরোপুরি উপভোগ করছেন আলিয়া (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ আলিয়াকে এদিন 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা দেখে হাত তালি দিয়ে ওঠেন স্বয়ং রণবীর সিং ৷

আলিয়াকে এদিন তাঁর স্বামী রণবীর কাপুরের 'অ্যায় দিল হ্য়ায় মুশকিল' ছবির বিখ্যাত এই গানে নাচতে দেখে মেতে উঠেছেন নেটিজেনরাও ৷ তাঁর এই মজাদার ক্লিপিংটি শেয়ার করে করণ লেখেন, "আমার রানির জন্য একটা টকি র‍্যাপ, দেখুন তাঁকে চিয়ার করছেন রকি ! আর আমার ক্রেজি ক্যামেরা নড়াচড়াটা একটু মাপ করে দিন ! রানি এই প্রেম কাহিনিতে তার কাজ করে দিয়েছেন এবার রকি এস র‍্যাপের ময়দানে...৷"

এই ছবিতে রণবীর আলিয়া মুখ্য আকর্ষণ তবে থাকছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমির অভিনেতা অভিনেত্রী ৷ আগামী বছর 10 ফেব্রুয়ারি সিনেমা হলে আসতে চলেছে এই প্রেমের কাহিনি ৷

আরও পড়ুন: সাহসী ক্রপ টপ, উন্মুক্ত বক্ষবিভাজিকায় উষ্ণতার নয়া পাঠ পড়ালেন দিশা

তবে তার আগেই ভক্তরা বেশ কয়েকবার পর্দায় দেখতে পাবেন আলিয়া ৷ একদিকে যেমন বিজয় বর্মা এবং শেফালি শাহের সঙ্গে 'ডার্লিংস' ছবিতে স্ক্রিনশেয়ার করবেন তিনি তেমনই তাঁকে দেখা যাবে হলিউডি ছবি 'হার্ট অব স্টোন'-এও ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে গ্যাল গ্যাডটকে ৷ অন্যদিকে রণবীরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জয়েশভাই জোরদার' ছবিতে ৷ যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.