ETV Bharat / entertainment

Akshay Kumar: সাফল্যের জের, কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি এবার অক্ষয়ের নামে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 5:16 PM IST

Updated : Sep 5, 2023, 9:13 AM IST

Akshay Kumar
অক্ষয়ের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে হাউসফুল 5

ঘুরে দাঁড়ালেন অক্ষয় ৷ লাগাতার ব্যর্থতার পর এবার জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবিটি হাতে পেলেন অভিনেতা ৷ এমনটাই বলছে রিপোর্ট ৷

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: সাফল্যের মুখ দেখতে বেশকিছু পুরোনো হিট ছবির সিক্যুয়ালের শরণাপন্ন হয়েছেন অক্ষয় কুমার ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ অক্ষয় কুমার যে সঠিক পথেই হাঁটছেন তার প্রমানও মিলেছে তাঁর সাম্প্রতিক ছবি 'ও মাই গড 2'-এর ক্ষেত্রে ৷ প্রেক্ষাগৃহে চুড়ান্ত সাফল্য পেয়েছে এই ছবি ৷ এই ছবির হলে মুক্তি পাওয়ার আগেই 'হাউসফুল 5' ছবিরও ঘোষণা করে দিয়েছিলেন অক্ষয় ৷ এবার জানা গেল আরেকটি নতুন খবর ৷ অভিনেতার জীবনে নাকি সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে এই 'হাউসফুল 5' ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক এবং অন্যান্য বেশকিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সাজিদ নাদিওয়ালা প্রযোজিত 'হাউসফুল 5'-এর বেশিরভাগ শুটিং হবে বিদেশে ৷ আর সেই কারণেই বিরাট অর্থ খরচ হতে চলেছে নির্মাতাদের ৷ ছবির বাজেট তাহলে কত? জানা গিয়েছে প্রায় 48 মিলিয়ন বা 375 কোটি টাকারও বেশি খরচ হতে চলেছে এই ছবির পিছনে ৷

নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির বেশ বড় অংশের শুটিং হতে চলেছে ব্রিটেনে ৷ আর তাই বাজেটের ওপরেও চাপ থাকছে ৷ আপাতত সাজিদ নাদিয়াওয়ালার 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির কাজ চলেছে ৷ ছবিতে মুখ্য় চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান ৷ সেই ছবির কাজ শেষ হলে এ বছর শেষের দিকে শুরু হতে পারে এই ছবির শুটিং ৷ যদিও এর আগে অক্ষয় কাজ করেছেন '2.0' ছবিতে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই ছবিরও বাজেট ছিল 400-600 কোটি ৷ কিন্তু এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন রজনীকান্ত ৷ তাই বলিউডে 'হাউসফুল 5' ছবিই সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে তাঁর জন্য় ৷

আরও পড়ুন: বান্ধবীর বিয়েতে গিয়ে প্রেমে মজলেন সানি পুত্র, হাজির 'দোনো' ছবির ট্রেলার

'ওএমজি 2' অক্ষয়ের সফল ছবিগুলির অন্যতম ৷ তবে ভারতীয় বক্সঅফিসে এই ছবিরও আয় আপাতত 150 কোটিরও কম ৷ তাই 'হাউসফুল 5' ছবির ওপর বাজেটের চাপ যে থাকবে তা বলাই বাহুল্য় ৷ 2010 সালে যাত্রা শুরু করেছিল 'হাউসফুল' ফ্রাঞ্চাইজি ৷ এই ছবির আগের পর্বটি পরিচালনা করেছিলেন ফরহাদ সামজি ৷ যা বিপুল সাফল্য় পেয়েছিল প্রেক্ষাগৃহে ৷ এবারে অবশ্য পরিচালকের বদল ঘটেছে ৷ নতুন ছবির পরিচালনা করবেন তরুণ মনসুখানি ৷ ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও সামনে আসিনি ৷

Last Updated :Sep 5, 2023, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.