ETV Bharat / entertainment

Alia Slams Media: ব্যক্তিগত ছবি সংবাদ মাধ্যমে, মুম্বই পুলিশকে ট্যাগ করে পোস্ট ক্ষুব্ধ আলিয়ার

author img

By

Published : Feb 22, 2023, 11:16 AM IST

Updated : Feb 22, 2023, 11:33 AM IST

ব্য়ক্তিগত সময় কাটানোর ছবি প্রকাশ পেল সংবাদ মাধ্যমে ৷ ক্ষুব্ধ আলিয়া ভাট জবাবি পোস্টে ট্যাগ করলেন মুম্বই পুলিশকে ৷ অভিনেত্রীর পাশে দাঁড়ালো বলিউডও (Celebs React to Alia Bhatt privacy invasion post)৷

Alia Slams Media
ব্য়ক্তিগত সময় কাটানোর ছবি প্রকাশ পেল সংবাদ মাধ্যমে

মুম্বই, 22 ফেব্রুয়ারি: অনুমতি না-নিয়ে সংবাদমাধ্য়ম তাঁর ছবি প্রকাশ করায় আগেই সরব হয়েছিলেন আলিয়া ভাট ৷ এবার অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এলেন বলিউডের অন্য সেলেবরাও ৷ তাঁর বাড়ির বারান্দায় সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী ৷ ঠিক সেই মুহূর্তে তাঁকে লেন্সবন্দি করেন কিছু শাটারবাজ ৷ সেই ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে ৷ আর তাঁর ব্যক্তিগত জীবনে এই 'হস্তক্ষেপ' হতে দেখেই রেগে যান আলিয়া ৷

ইনস্টাগ্রাম পোস্টে তাঁর বক্তব্য স্পষ্ট করেন আলিয়া ৷ তিনি লেখেন, "কোনও একজন নারী তাঁর বাড়িতে নিরাপদ নয়, এটা কী ধরনের অভব্যতা ! তিনি জনগনের কাছে পরিচিত মুখ কি না তা তো অনেক পরের কথা ৷" এই স্টোরিতে মুম্বই পুলিশকে ট্যাগও করেছেন তিনি (Celebs React to Alia Bhatt privacy invasion post)৷ তাঁর নিজের জীবনের ঘটনা তুলে এনে এই বিষয়ে মুখ খুলেছেন অনুষ্কা শর্মাও ৷ অনুষ্কা জানান, তিনি বারবার বারণ করা সত্ত্বেও একটি বিশেষ সংবাদমাধ্য়ম বহুবার তাঁর মেয়ের মুখের ছবি প্রকাশ করে দিয়েছে ৷

এই ঘটনায় বিরক্ত অভিনেত্রী জাহ্নবী কাপুরও৷ তিনিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন । সেখানে তিনি জানান, পাপারাৎজিদের কাজটা ঠিক কী সেটা সেলিব্রেটিরা বোঝেন ৷ একজন তারকার জীবন নিয়ে মানুষের আগ্রহের কথাও তাঁরা জানেন ৷ কিন্তু নায়িকার মতে, কারও সম্মতি ছাড়া তাঁর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়া মোটেই সাংবাদিকতা নয় ৷

আরও পড়ুন:খাবারে চুল! অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি এমিরেটস, দাবি মিমির

আলিয়ার সহ অভিনেতা অর্জুন কাপুর সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছেন, অত্যন্ত নির্লজ্জের মতো এই কাজটি করা হয়েছে ৷ আলিয়ার মা সোনি রাজদান, বোন শাহিন ভাটও সোশাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ সকলেরই বক্তব্য় একটাই, অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ার অধিকার কারও নেই ৷

Last Updated : Feb 22, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.