ETV Bharat / entertainment

Aaradhya Bachchan: ভুয়ো খবর প্রচারের অভিযোগ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে, আদালতে ঐশ্বর্য-কন্যা আরাধ্যা

author img

By

Published : Apr 20, 2023, 11:59 AM IST

Aaradhya Bachchan
ভুয়ো খবর প্রচারের বিরুদ্ধে আদালতে অভিযোগ আরাধ্যার

ইউটিউব ট্যাবলয়েডে তাঁর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর প্রচারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ঐশ্বর্য-কন্যা আরাধ্যা বচ্চন ৷ বৃহস্পতিবার রয়েছে মামলার শুনানি ৷

মুম্বই, 20 এপ্রিল: শিরোনামে ঐশ্বর্য রায় বচ্চন-কন্যা আরাধ্যা বচ্চন ৷ একটি ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে তাঁর স্বাস্থ্য় সংক্রান্ত ভুয়ো খবর প্রচারের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিগ বি'র নাতনি ৷ অভিষেক-ঐশ্বর্য্য় কন্য়া আরাধ্যার বয়স এখন 11 বছর ৷ আদালতের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন এই ধরনের খবর প্রচারের বিরুদ্ধে যেন নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ কারণ তিনি এখনও একজন নাবালিকা ৷ বৃহস্পতিবার অর্থাৎ 20 এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ৷

বলিউডের শাহেনশাহের নাতনি যে পিটিশনটি দায়ের করেছেন তাতে 10টি সংস্থাকে তাঁর সম্বন্ধে প্রচারিত সমস্ত ভিডিয়ো 'ডি-লিস্ট এবং ডি-অ্যাক্টিভেট' করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই মামলার পার্টি হিসাবে রয়েছে গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (অভিযোগ সেল)-ও ৷ যদিও বচ্চন পরিবারের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷

কয়েকদিন আগেই আরাধ্য়াকে তাঁর মায়ের সঙ্গে দেখা গিয়েছিল নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির কালচারাল সেন্টারের উদ্বোধনে ৷ ঐশ্বর্যকে সেখানে দেখা গিয়েছিল কালো পোশাকে আর অন্য়দিকে আরাধ্য়া নিজেকে সাজিয়েছিলেন সাদা ট্র্যাডিশনাল পোশাকে ৷ আরাধ্যা এই মুহূর্তে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷

আরাধ্যাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই ৷ তাই আবার অনেক সময় ট্রলিংয়েরও শিকার হতে হয়েছে অভিষেক-কন্য়াকে ৷ বচ্চন পরিবারের সদস্য় হওয়ার যেমন বেশকিছু সুবিধা রয়েছে তেমনই একটি বড় সমস্যা হল আরাধ্যার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চলতে থাকে নেটিজেনদের কটাক্ষ ৷ বেশ কিছু সময় তো মেয়েকে নিয়ে এত সমালোচনা হয়েছে যে মুখ খুলতে বাধ্য হয়েছেন অভিষেক নিজেই ৷ 'বব বিশ্বাস' ছবির প্রমোশনে এসে তিনি এও বলেন, "আমার কন্যাকে নিয়ে কোনওরকম মন্তব্য আমি সহ্য় করব না ৷ আপনার যদি কিছু বলার থাকে লুকিয়ে থেকে ট্রলিং করবেন না ৷ সামনে এসে আমার সঙ্গে কথা বলুন ৷"

আরও পড়ুন: 'জুবিলি'র জার্নি নিয়ে আড্ডা অপারশক্তির, আবারও কাজ করতে চান টলিউডে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.