ETV Bharat / elections

কাঁকিনাড়ায় এত অশান্তি কেন, CEO-কে ফোন সুদীপ জৈনের

author img

By

Published : May 19, 2019, 4:52 PM IST

সুদীপ জৈন

অশান্তি রোখার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন সুদীপ জৈন ।

কলকাতা, 19 মে : কাঁকিনাড়ার বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন । বিষয়টি জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবকে ফোন করলেন সুদীপ জৈন । জানতে চাইলেন, কী কারণে অশান্তি আটকানো যাচ্ছে না । শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কড়া পদক্ষেপেরও নির্দেশ দিলেন ।

আজ ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন চলছে । রাজ্যের 9টি কেন্দ্রে লোকসভার ভোটগ্রহণ হলেও সকাল থেকে খবরের শিরোনামে রয়েছে ভাটপাড়া । দুপুরের দিকে তৃণমূল কংগ্রেস ও BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । কাঁকিনাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় । অভিযোগের তির BJP-র দিকে ।

বিষয়টি কমিশনের নজরে আসে । ভাটপাড়ায় অশান্তি রুখতে আগে থেকে কড়া পদক্ষেপ নিয়েছিল কমিশন । তা সত্ত্বেও অশান্তির ঘটনায় উদ্বিগ্ন তারা । বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে সুদীপ জৈন বলেন, "কাঁকিনাড়ায় এত অশান্তি হচ্ছে কেন ? এখনই অশান্তি থামান । অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিন ।"

Intro:ছবিBody:বাইটConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.