ETV Bharat / elections

আধাসেনা অতি সক্রিয় কেন ? প্রশ্ন মমতার

author img

By

Published : Apr 29, 2019, 3:43 PM IST

Updated : Apr 29, 2019, 4:10 PM IST

আজ দুবরাজপুরে আধাসেনার বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে । তারপর মমতা বলেন, "আধাসেনার অতি সক্রিয়তা কেন ? বুথে কেন গুলি চালাল আধাসেনা ? "

মমতা বন্দ্যোপাধ্যায়

স্বরূপনগর, 29 এপ্রিল : দুবরাজপুরে আধাসেনার বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে । এর জেরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ স্বরূপনগরের সভা থেকে মমতা প্রশ্ন করেন, "আধাসেনার অতি সক্রিয়তা কেন ? বুথে কেন গুলি চালাল আধাসেনা ?"

মমতার বক্তব্য :

  • কফিনের শেষ পেরেকটা বাংলাই পুঁতবে
  • BJP সব জায়গায় হারবে
  • রক্তের হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি না
  • উনি না কি ঠিক করবেন কে দেশে থাকবেন
  • বাংলায় না কি NRC করবে ! করে দেখাও না
  • মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলে
  • পাঁচ বছরে একটা রামমন্দির করতে পেরেছে?
  • আগে হাফপ্যান্ট পরে দৌড়াত, এখন টাকার বাক্স নিয়ে দৌড়ায়
  • ভোটের আগে বাংলায় RSS-কে পাঠিয়েছে
  • নোটবাতিল নিয়ে প্রথমেই বলেছিলাম, দেশের জন্য খুব খারাপ
  • ভেবেছিলাম, এখন শুধরে যাবেন
  • গুজরাত দাঙ্গার রক্ত কার হাতে লেগে রয়েছে ?
  • মোদি যখন প্রধানমন্ত্রী যখন হয়েছিলেন, তখন খুব খারাপ লেগেছিল
  • সৌজন্য বাংলার সংস্কৃতি
  • সেটা নিয়ে রাজনীতি কাম্য নয়
  • সৌজন্য নিয়ে রাজনীতি করছেন মোদি
Last Updated : Apr 29, 2019, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.