ETV Bharat / elections

একটি ভোট দেশের উন্নয়নের পথ গড়ে দেবে ; টুইটবার্তা মোদির

author img

By

Published : May 19, 2019, 8:17 AM IST

নরেন্দ্র মোদি

আজ বারাণসীতে ভাগ্য পরীক্ষা নরেন্দ্র মোদিরও । তার আগে টুইট করেন তিনি ।

দিল্লি, 19 মে : সপ্তম দফার নির্বাচনে মানুষকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানালেন নরেন্দ্র মোদি । পাশাপাশি, নতুন ভোটারদেরও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার আর্জি জানান ।

সকালে একটি টুইটে মোদি লেখেন, "আজ 2019 সালের লোকসভা নির্বাচনের শেষ দফা । এই দফার নির্বাচনে যারা ভোট দিচ্ছেন, তাঁদের কাছে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি । আপনাদের একটি ভোট দেশের উন্নয়নের পথ গড়ে দেবে । আমার আশা, নতুন ভোটাররাও উৎসাহের সঙ্গে ভোট দেবেন ।"

দেশের 59টি লোকসভা কেন্দ্রে সপ্তম তথা শেষ দফার নির্বাচন চলছে । উত্তরপ্রদেশের 13টি, বিহারের আটটি, চণ্ডীগড়ের একটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, মধ্যপ্রদেশের আটটি ও পশ্চিমবঙ্গের ন'টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে । বারাণসী থেকে আজ ভাগ্য নির্ধারণ খোদ মোদিরও ।

  • Today is the final phase of the 2019 Lok Sabha elections. I urge all those voting in this phase to vote in record numbers. Your one vote will shape India’s development trajectory in the years to come. I also hope first time voters vote enthusiastically.

    — Chowkidar Narendra Modi (@narendramodi) May 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Mumbai, May 13 (ANI): Bollywood actor Neha Dhupia and tennis star Sania Mirza shared their experience of motherhood. Both of them are new moms. Neha Dhupia was blessed with a baby girl in November 2018, while Sania gave birth to a boy in October 2018. Sharing her experience of motherhood, Neha Dhupia said, "It's always fantastic to me to meet mums or women who are on their way to become mother. It is only the ones who have become mother who realize how beautiful and at the same time how sensitive our lives end up becoming". Sania Mirza talked about her first 'Mother's Day' as a mother.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.