ETV Bharat / elections

ক্ষোভের কারণেই রায়দিঘিতে প্রার্থী বদল, দাবি মমতার

author img

By

Published : Apr 3, 2021, 12:19 PM IST

Updated : Apr 3, 2021, 8:15 PM IST

bengal election 2021_tmc replace debasree roy with aloke jaldata at raidighi due to people anger, said mamata banerjee
ক্ষোভের কারণেই রায়দিঘিতে প্রার্থী বদল, দাবি মমতার

মানুষের ক্ষোভের কথা মাথায় রেখেই রায়দিঘিতে বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়কে প্রার্থী করেনি দল ৷ বদলে প্রার্থী করা হয়েছে ঘরের ছেলে অলোক জলদাতাকে ৷ শনিবার রায়দিঘির প্রচার মঞ্চ থেকে একথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

রায়দিঘি, 3 এপ্রিল : দলের সঙ্গে তাঁর দূরত্ব যে অনেকটাই বেড়ে গিয়েছে, এই জল্পনা বহু দিনের ৷ এমনকী, একটা সময় তাঁর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়েও শুরু হয়েছিল নানা আলোচনা ৷ আর এবার সেই দেবশ্রী রায়ের নাম নিয়েই তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভের কথা স্বীকার করে নিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সাফ জানিয়ে দিলেন, মানুষ চায় না বলেই এবার আর দেবশ্রী রায়কে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেনি তাঁর দল ৷ যা নিয়ে নতুন করে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ তবে কি এবার ফের একবার গেরুয়া পথের দিকেই হাঁটা লাগাবেন তৃণমূলের দু’বারের বিধায়ক ? আর সেটা বুঝেই কি প্রকাশ্য মঞ্চে বিধায়ককে নিয়ে আমজনতার ক্ষোভের কথা স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী ?

দু’হাজার এগারোয় রাজ্য়ে পালাবদলের আগে থেকেই তৃণমূল শিবিরের সঙ্গে সখ্য বাড়তে শুরু করে সমাজের বিশিষ্টদের একাংশের ৷ নামজাদাদের এই তালিকায় অভিনেত্রী দেবশ্রী রায় অন্যতম ৷ তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নবগঠিত বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে দেবশ্রীকে দলের প্রার্থী করেন মমতা ৷ আগে এই এলাকা ছিল মথুরাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৷ বিধায়ক ছিলেন সিপিএমের ডাকসাইটে নেতা তথা মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্য়ায় ৷ মেঠো নেতা হিসাবে যাঁর সুনাম আজও অক্ষত ৷ মানুষের বিপদে ছুটে যাওয়া যাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ৷ তাই অনেকেরই মনে হয়েছিল, এহেন কান্তির বিরুদ্ধে দেবশ্রীর পক্ষে জেতা কার্যত অসম্ভব ৷ কিন্তু রাজ্যজুড়ে তখন পালাবদলের হাওয়া বইছে ৷ সেই হাওয়ায় ভেসেই ফার্স্ট ডিভিশনে পাস করে যান রাজনীতিতে আনকোরা দেবশ্রীও ৷ কান্তিকে হারিয়ে বিধায়ক হন রায়দিঘির ৷

রায়দিঘির প্রচার মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

স্থানীয় সূত্রে খবর, তারকা প্রার্থীকে বিধায়ক নির্বাচন করলেও পরবর্তীতে মোহভঙ্গ হয় রায়দিঘির বাসিন্দাদের ৷ তাঁদের অধিকাংশেরই অভিযোগ, বিধায়ক হওয়ার পর নিজের এলাকার কোনও খোঁজই রাখেননি দেবশ্রী ৷ আপদে-বিপদে তাঁর দেখাটুকুও পাননি স্থানীয়রা ৷ অথচ তারপরও 2016 সালের বিধানসভা নির্বাচনে ফের একই কেন্দ্রে ভোটে জেতেন দেবশ্রী ৷ এর পর পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে ওঠে ৷ তারকা বিধায়ককে নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করে এলাকাবাসীর মনে ৷ একথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়-সহ তৃণমূল নেতৃত্বেরও অজানা নয় ৷

এদিকে, 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্য়ায় ৷ বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে সটান দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে পৌঁছে যান তিনি ৷ সেই দিনই দিল্লিতে হাজির হন দেবশ্রী ৷ একদিকে যখন শোভন-বৈশাখী বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছিলেন, অন্যদিকে তখন একটা ঘরে বসে দীর্ঘ অপেক্ষা শুরু হয় দেবশ্রীর ৷ ঘটনা নিয়ে শুরু হয় কানাঘুষো ৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, শোভন-বৈশাখীর আপত্তিতেই সেদিন নাকি বিজেপিতে যোগ দেওয়া সম্ভব হয়নি দেবশ্রীর ৷ যদিও তৃণমূল, বিজেপি বা দেবশ্রী রায় স্বয়ং, কোনও পক্ষই এ নিয়ে প্রকাশ্যে কোনও কথা স্বীকার করেনি ৷

আরও পড়ুন : রায়দিঘিতে টিকিট পেলেন না দেবশ্রী রায়, প্রার্থী অলোক জলদাতা

একুশের বিধানসভা ভোট আসতে আসতে প্রেক্ষাপটে বদল শুরু হয় আবার ৷ নানা কারণে শোভন-বৈশাখীকে নিয়ে অস্বস্তিতে পড়তে হয় গেরুয়া শিবিরকে ৷ শেষমেশ বেহালা পূর্ব আসনে বিজেপির টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেন শোভন ৷ দল ছাড়ার কথা চিঠি দিয়ে বিজেপি রাজ্য সভাপতিকে জানান বৈশাখীও ৷ অনেকেরই মনে হয়েছিল, শোভন-বৈশাখীর ‘এগজিট’ দেবশ্রীর বিজেপিতে ঢোকার পথ পরিষ্কার করবে ৷

এদিকে, এবারের বিধানসভা নির্বাচনে দেবশ্রী রায়কে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস ৷ তাঁর কেন্দ্র রায়দিঘিতে প্রার্থী করা হয় ডাঃ অলোক জলদাতাকে ৷ শনিবার রায়দিঘিতে ভোট প্রচারে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সভামঞ্চেই প্রার্থী বদল নিয়ে মুখ খোলেন তিনি ৷ স্বীকার করে নেন মানুষের ক্ষোভের কথা মাথায় রেখেই দেবশ্রীকে ভোটে দাঁড় করানো হয়নি ৷ বদলে এলাকাবাসীর দাবি মেনে প্রার্থী করা হয়েছে ঘরের ছেলে অলোককে ৷ পাশাপাশি, রায়দিঘির বিজেপি প্রার্থীকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা ৷ তাঁর দাবি, তৃণমূলের টিকিট না পেয়েই রং বদলে গেরুয়া প্রার্থী হয়েছেন শান্তনু বাপুলি ৷ প্রসঙ্গত, এই শান্তনু বাপুলি আবার সত্যরঞ্জন বাপুলির ছেলে ৷ রায়দিঘি বিধানসভা গঠনের আগে মথুয়াপুরের বিধায়ক ছিলেন এই সত্যরঞ্জন ৷ পরবর্তীতে তাঁকে হারিয়ে বিধায়ক হন কান্তি গঙ্গাপাধ্য়ায় ৷ যাঁকে হারতে হয় দেবশ্রীর কাছে ৷

এদিন মমতার মন্তব্য নিয়ে দেবশ্রীর মতামত জানতে চেয়ে তাঁকে বেশ কয়েকবার ফোন করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ কিন্তু তাতে সাড়া মেলেনি ৷ আমাদের করা হোয়াট্স অ্যাপ বার্তারও কোনও জবাব দেননি রায়দিঘির প্রাক্তন বিধায়ক ৷

Last Updated :Apr 3, 2021, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.